আগরতলা, ২ আগস্ট, ২০২৫ঃ
ছত্তীসগঢ়ের দুর্গ রেলস্টেশনে কেরলের দুই সন্ন্যাসিনীকে গ্রেফতারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেন ত্রিপুরার তিপ্রামথা পার্টির প্রতিষ্ঠাতা ও টিটিএএডিসি এর সদস্য প্রদ্যোত কিশোর দেববর্মা। শনিবার তিনি ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই’কে চিঠি লিখে এই ঘটনায় নিরপেক্ষ ও স্বাধীন তদন্তের দাবি জানান।
প্রদ্যোৎ তার চিঠিতে ২৫ জুলাই দুই সন্ন্যাসিনীর গ্রেফতার প্রসঙ্গে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
তিনি চিঠিতে লেখেন, “এই ঘটনা নিয়ে দেশজুড়ে উদ্বেগ দেখা দিয়েছে। গ্রেফতারের পেছনের বাস্তব কারণ এখনও পরিষ্কার নয়, তবে কেরলের বিজেপি-সহ একাধিক মহলের দাবি, এই দুই সন্ন্যাসিনী হয়তো অন্যায়ভাবে নিশানা হয়েছেন।”
প্রদ্যোত আরও বলেন, “যারা সমাজসেবায় নিযুক্ত, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত ব্যক্তিরা, তাদের বিরুদ্ধে ভুল তথ্যের ভিত্তিতে কোনও জাতিগত বা ধর্মীয় বৈষম্য যেন না হয়, তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।”
চিঠির শেষে তিনি ছত্তীসগঢ় সরকারকে আহ্বান জানান, “আমি আশাবাদী যে আপনার সরকার ন্যায়বিচার রক্ষা করতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে এবং কোনওরকম ক্ষমতার অপব্যবহার বা তথ্যের অপব্যাখ্যার সুযোগ দেবে না।”
এই চিঠির মাধ্যমে একজন আদিবাসী নেতৃত্বের গুরুত্বপূর্ণ প্রতিনিধি হিসেবে প্রদ্যো কিশোর দেববর্মা ধর্মীয় সংখ্যালঘুদের অধিকারের সুরক্ষা নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারকে বার্তা দিলেন বলে মনে করছেন বিশ্লেষকরা।