আগরতলা, ২ আগস্ট, ২০২৫ঃ
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পে ত্রিপুরা থেকে ২ লাখ ৮৪ হাজার কৃষক পেলেন ৪৫ কোটি ৪৩ লাখ ৭৪ হাজার টাকা। রাজ্যে এই উপলক্ষে একটি মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আগরতলার অরুন্ধতীনগরের স্টেট এগ্রিকালচার রিসার্চ স্টেশনের কনফারেন্স হলে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক মানিক সাহা, কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ, দপ্তরের সচিব অপূর্ব রায়, অধিকর্তা ফণিভূষণ জমাতিয়া সহ অন্যান্য আধিকারিকরা।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী কৃষকদের হাতে সয়েল হেলথ কার্ড তুলে দেন এবং কৃষকদের জন্য আয়োজিত বিশেষ প্রদর্শনী ঘুরে দেখেন। তিনি বলেন, রাজ্যের ৮টি জেলার কৃষকরা এবার এই প্রকল্পের ২০তম কিস্তির টাকা পেয়েছেন।
মুখ্যমন্ত্রী জানান, বর্তমানে রাজ্যে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পে মোট রেজিস্টার্ড কৃষকের সংখ্যা ২ লাখ ৯০ হাজার ৩৭ জন। রাজ্য সরকারের ঐকান্তিক প্রচেষ্টা ও কেন্দ্র সরকারের সহায়তায় এফআরএ এলাকায় বসবাসরত পাট্টাধারী কৃষকরাও এই সুবিধা পাচ্ছেন।
তিনি আরও বলেন, ২০১৯ সালে শুরু হওয়া এই প্রকল্প দেশের কৃষকদের অর্থনৈতিক স্বনির্ভরতার পথে নিয়ে যাচ্ছে এবং এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কৃষকপ্রেম, স্বচ্ছ প্রশাসন ও ডিজিটাল ট্রান্সফার ব্যবস্থার এক উজ্জ্বল নিদর্শন।
অনুষ্ঠানে রাজ্যের সাতজন কৃষককে সয়েল কার্ড প্রদান করে তাদের উৎসাহিত করা হয়।