আগরতলা, ৩ আগস্ট ২০২৫ঃ
ত্রিপুরার ঊনকোটি জেলার সোনাপুর ও সোনামুরা গ্রামে পুলিশ ও বন দপ্তরের যৌথ অভিযানে তিনটি হাতির দাঁত উদ্ধার হয়েছে। ধারণা করা হচ্ছে, এ ঘটনার পেছনে রয়েছে একটি আন্তর্জাতিক চোরাচালান চক্র, যার বাজারমূল্য কয়েক কোটি টাকা।
২ আগস্ট সন্ধ্যায় গোপন সূত্রের ভিত্তিতে ইরানি থানার পুলিশ সোনাপুর গ্রামের আয়ুব আলির বাড়িতে অভিযান চালিয়ে তিনটি হাতির দাঁত উদ্ধার করে। অভিযানের আগেই অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যায়, ফলে এখনো পর্যন্ত তাকে গ্রেপ্তার করা যায়নি।
কেলাশহর মহকুমার এসডিপিও জয়ন্ত কর্মকার জানান, “তল্লাশির সময় আমরা তিনটি হাতির দাঁত উদ্ধার করেছি। অভিযুক্ত পালিয়ে গেছে, তবে তার বিরুদ্ধে মামলা রুজু হয়েছে এবং পুলিশ তাকে খুঁজে পেতে তৎপর হয়েছে।”
এই অভিযানের খবর পেয়ে কৈলাসহর বন দপ্তরের রেঞ্জ অফিসার শুভঙ্কর বিশ্বাস ঘটনাস্থলে পৌঁছান। তিনি জানান, “উদ্ধার হওয়া দাঁতগুলি বন দপ্তরের হেফাজতে নেওয়া হয়েছে এবং ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে। এগুলি পূর্ণবয়স্ক হাতির নয় বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।”
বন দপ্তরের সহকারী কর্মকর্তা শুভঙ্কর দাস বলেন, “হাতির দাঁত কীভাবে অভিযুক্তের কাছে এল, তা এখনও পরিষ্কার নয়। তবে বন দপ্তর ও পুলিশ যৌথভাবে তদন্ত চালাচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে বন আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
এই ঘটনার পর সোনাপুর ও আশপাশের এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের খোঁজে অভিযান চলছে এবং এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে।
উল্লেখযোগ্যভাবে, ইরানি থানার ওসি বিরাজ দেববর্মার যোগদানের পর মাত্র এক সপ্তাহেই এ ধরনের বড় সাফল্য জেলা পুলিশকে প্রশংসিত করেছে। তদন্তে চোরাচালানের বিস্তৃত চক্রের হদিস পাওয়া যেতে পারে বলে অনুমান করা হচ্ছে।