আগরতলা, ৩ আগস্ট ২০২৫: নির্বাচন কমিশনের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে তীব্র অবস্থান গ্রহণ করল ‘আমরা বাঙালি’ দল। রবিবার সংগঠনটি তিন দফা দাবিকে সামনে রেখে বিক্ষোভ প্রদর্শন করে এবং হুঁশিয়ারি দেয়, এই দাবিগুলি মানা না হলে আগামীদিনে বৃহত্তর আন্দোলনে নামবে তারা।
‘আমরা বাঙালি’র অভিযোগ, নির্বাচন কমিশন ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে অযৌক্তিক শর্ত আরোপ করছে। প্রতি বছর ভোটার তালিকা সংশোধন একটি ধারাবাহিক গণতান্ত্রিক প্রক্রিয়া হলেও চলতি বছরে এসআইআর এর মাধ্যমে অতিরিক্ত কড়াকড়ি আরোপ করা হয়েছে। কমিশনের নির্দেশে ভোটার বা তার পিতা-মাতার জন্ম সনদ বাধ্যতামূলক করা হয়েছে, যা সংগ্রহ করা বহু মানুষের পক্ষেই সম্ভব নয়। এর ফলে বহু বৈধ নাগরিকের নাম তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে সংগঠনটি তিন দফা দাবি উত্থাপন করেছে। সংগঠন দাবি করছে, সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী অতীতের বিধিনিষেধ মেনে ভোটার তালিকা সংশোধন করতে হবে। কোনো বৈধ ভোটারের নাম অযথা বাতিল করা যাবে না। নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ও সাংবিধানিক সংস্থা হিসেবে কাজ করতে হবে, যাতে দেশের প্রতিটি বৈধ নাগরিক ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।
সংগঠনটির দাবি, এই শর্তগুলো চালু রেখে ভোটার তালিকা সংশোধনের পেছনে প্রকৃত উদ্দেশ্য হল এনআরসি বাস্তবায়নের প্রাথমিক পদক্ষেপ নেওয়া, যা বাংলাভাষী জনগণের মধ্যে আতঙ্ক তৈরি করছে। ‘আমরা বাঙালি’ হুঁশিয়ারি দিয়েছে, জনগণের ভোটাধিকার রক্ষায় তারা চুপ করে থাকবে না।