আগরতলা, ৩ আগস্ট, ২০২৫ঃ
২০২১ সালের পর থেকে ত্রিপুরা রাজ্যের টিটিএএডিসি এলাকায় কোনওরকম উন্নয়নমূলক কাজ হয়নি বলে অভিযোগ তুলল আদিবাসী কংগ্রেস। পানীয় জলের সংকট থেকে শুরু করে রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য ও বিদ্যুৎ—প্রত্যেকটি ক্ষেত্রে পরিকাঠামো ভেঙে পড়েছে বলে দাবি দলের।
রবিবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে আদিবাসী কংগ্রেসের চেয়ারম্যান শব্দকুমার জমাতিয়া জানান, ৯ আগস্ট বিশ্ব আদিবাসী দিবস এবং ২৩ আগস্ট টিটিএএডিসি দিবস উপলক্ষে রাজ্যের ৬০টি ব্লকে ব্যাপক প্রচার কর্মসূচি গ্রহণ করবে কংগ্রেস। এই প্রচারের মূল লক্ষ্য হবে উপজাতি এলাকাগুলির বাস্তব অবস্থা এবং অনুন্নয়নের চিত্র রাজ্যবাসীর সামনে তুলে ধরা।
তিনি বলেন, “২০২১ সালের পর থেকে টিটিএএডিসি এলাকায় কোনও দৃশ্যমান উন্নয়ন হয়নি। পানীয় জল, রাস্তাঘাট, স্বাস্থ্য পরিসেবা, বিদ্যুৎ ও শিক্ষকের অভাব—প্রতিটি ক্ষেত্রে আদিবাসীরা সমস্যার মধ্যে রয়েছেন।”
এছাড়াও সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী। তিনি বলেন, “দেশজুড়ে আদিবাসীদের অধিকার হরণ করা হচ্ছে। বিভিন্ন প্রকল্পের নামে জমি কেড়ে নেওয়া হচ্ছে উত্তর-পূর্ব ও অন্যান্য রাজ্যে। ত্রিপুরাতেও সাব্রুম মহাকুমার পশ্চিম লুডুয়ায় ১৯৬ একর জমি শিল্প দপ্তরের হাতে তুলে দেওয়ায় বহু আদিবাসী পরিবার উচ্ছেদের মুখে পড়েছে।”
তিনি আরও জানান, দেশে প্রতিদিন গড়ে ১১ জন আদিবাসী নারী ধর্ষণের শিকার হচ্ছেন, এবং কেন্দ্রীয় সংস্থাগুলিতে আদিবাসীদের জন্য সংরক্ষিত শূন্য পদ ক্রমেই কমে যাচ্ছে।
উল্লেখ্য, আগামী দিনে টিটিএএডিসি-তে ভিলেজ কমিটি নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। এই নির্বাচনকে ঘিরে রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল আদিবাসী জনজাতিদের কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছে।