আগরতলা, ৩ আগস্ট ২০২৫ঃ
পিপলস ফ্রন্ট অফ ত্রিপুরা, আইপিএফটি পৃথক তিপ্রাল্যান্ড রাজ্যের দাবিকে ঘিরে তাদের আন্দোলনকে আরও তীব্র করতে চলেছে। দলের সাধারণ সম্পাদক স্বপন দেববর্মা এক সাংবাদিক সম্মেলনে এই সংক্রান্ত তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে দলের অবস্থান তুলে ধরেন।
স্বপন দেববর্মা জানান, গত ২৯ জুলাই মেঘালয়ে দলের অনুষ্ঠিত দলের একটি সভা অনুষ্ঠিত হয়। সভা থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আগামী ডিসেম্বর মাসে দিল্লির যন্তরমন্তরে গণ অবস্থান কর্মসূচি পালন করবে আইপিএফটি। এই কর্মসূচির মাধ্যমে তিপ্রাল্যান্ড গঠনের দাবিকে কেন্দ্রীয় সরকারের দৃষ্টিগোচর করার লক্ষ্য নেওয়া হয়েছে। আসন্ন ২৩ আগস্ট তিপ্রাল্যান্ড দাবি দিবস উপলক্ষে আইপিএফটি কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আস্তাবল ময়দানে একটি সমাবেশ ও মিছিলের আয়োজন করা হয়েছে। এইদিন রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছে পৃথক রাজ্যের দাবিতে একটি ডেপুটেশন প্রদান করবে দল।
তৃতীয়ত, আইপিএফটি ভারতের নির্বাচন কমিশনের কাছে ভোটার তালিকা সংশোধনের দাবি জানিয়েছে। দলের পক্ষ থেকে চার দফা প্রস্তাব নির্বাচন কমিশনারের সামনে উপস্থাপন করা হয়েছে। এই দাবিগুলির মধ্যে রয়েছে ত্রিপুরার জনজাতি অঞ্চলে সঠিক ভোটার তালিকা তৈরি ও অনিয়ম রোধ সংক্রান্ত বিষয়গুলি।
এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে স্পষ্ট হয়ে যায় যে, আগামী দিনে পৃথক তিপ্রাল্যান্ড গঠনের দাবিকে সামনে রেখে আন্দোলনের ধার আরও তীব্র করতে চায় আইপিএফটি।