আগরতলা, ৩ আগস্ট ২০২৫ঃ
ত্রিপুরা রাজ্যের ক্রীড়া পরিকাঠামোর বিকাশ এবং প্রতিভাবান খেলোয়াড়দের যথাযথ মর্যাদা দেওয়ার লক্ষ্যে রাজ্য সরকার নিরলসভাবে কাজ করছে বলে জানালেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। আজ ধলাই জেলার কমলপুর কে সি গার্লস দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে নবনির্মিত ক্রিকেট মাঠের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার প্রতিভা ও যোগ্যতাকেই অগ্রাধিকার দিচ্ছে। অতীতের সরকারগুলোর সময় খেলাধুলায় অবহেলা করা হত, ফলে বহু প্রতিভা সুযোগের অভাবে হারিয়ে গিয়েছে।
মুখ্যমন্ত্রী বলেন, “বর্তমানে রাজ্যের বহু ছাত্রছাত্রী জাতীয় ও আন্তর্জাতিক স্তরে কৃতিত্বের পরিচয় দিচ্ছে। রাজ্যের প্রতিটি মহকুমায় একটি করে ক্রিকেট মাঠ গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে প্রত্যন্ত এলাকার প্রতিভাবান খেলোয়াড়রাও এগিয়ে আসতে পারে।”
অনুষ্ঠানে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় জানান, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্যে ক্রীড়া পরিকাঠামোর ব্যাপক উন্নয়ন হয়েছে। ইতিমধ্যে রাজ্যে ৯টি সিন্থেটিক টার্ফ ফুটবল মাঠ তৈরি হয়েছে এবং ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিভিন্ন জেলায় ক্রিকেট মাঠও নির্মাণ করা হচ্ছে। রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের খেলাধুলার প্রশিক্ষণের জন্য ১০০ জন শারীর শিক্ষকের নিয়োগ সম্পন্ন হয়েছে, আরও ৩০০ জন শিক্ষক নিয়োগ প্রক্রিয়াধীন।
মুখ্যমন্ত্রী এদিন কমলপুর ক্রিকেট মাঠে বেঙ্গল টাইগার ও ত্রিপুরা ক্রিকেট একাদশের মধ্যে একটি টি-১০ প্রীতি ম্যাচের উদ্বোধনও করেন। এই ম্যাচের মাধ্যমে রাজ্যের ক্রীড়া অনুরাগীদের মধ্যে নতুন উদ্দীপনার সৃষ্টি হয়।