তেলিয়ামুড়া, ৫ আগস্ট ২০২৫:
আসাম আগরতলা জাতীয় সড়কে দুর্ঘটনার পর প্রায় সাত ঘন্টা গাড়িতে আটকে থেকে প্রাণ হারালেন এক লরি চালক। ধর্মনগর থেকে আগরতলাগামী সিমেন্ট বোঝাই একটি লরি সোমবার গভীর রাতে তেলিয়ামুড়ার চাকমাঘাট এলাকায় জাতীয় সড়কে দুর্ঘটনাগ্রস্ত হলে, প্রান হারান চালক মিহির লাল দেবনাথ। দুর্ঘটনার প্রায় ৭ থেকে ৮ ঘণ্টা পরও স্থানীয় প্রশাসন কিংবা দুর্যোগ মোকাবেলা দপ্তর চালককে উদ্ধার করতে ব্যর্থ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আনুমানিক আড়াইটার সময় দুর্ঘটনাটি ঘটে। লরির সামনের অংশ চেপে বসে চালকের শরীরের সঙ্গে মিশে গিয়ে যায়। ভিতরে আটকে পড়েন মিহির লাল দেবনাথ, যিনি সেই লরির মালিকও ছিলেন। বারবার অনুনয়-বিনয় করেও উদ্ধার পাননি তিনি। দুর্ঘটনাস্থলে উপস্থিত সাধারণ মানুষ ও প্রত্যক্ষদর্শীরা জানান, একাধিকবার প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরে খবর দেওয়া হলেও কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি দীর্ঘ সময় ধরে।
যদিও ২-৩ জন দুর্যোগ মোকাবেলা দপ্তরের কর্মী ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন একটি আয়রন কাটার মেশিন নিয়ে, কিন্তু তা অকার্যকর ছিল বলে জানা গেছে। আরও হতবাক করার মতো বিষয় হলো, দুর্ঘটনার প্রায় সাত ঘণ্টা পর এক উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিক ঘটনাস্থলে পৌঁছান।
সকাল ৯টা ৪০ মিনিট নাগাদ অবশেষে চালকের নিথর দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। প্রশাসনের এমন গাফিলতি ও দুর্যোগ মোকাবেলা দপ্তরের অক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ।
এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দায়িত্বে থাকা আধিকারিকদের জবাবদিহি নিশ্চিত করার দাবি তুলেছে এলাকাবাসী।