আগরতলা, ৫ আগস্ট ২০২৫ঃ
জিবিপি হাসপাতালের ইমারজেন্সি বিভাগে কর্তব্যরত চিকিৎসকদের উপর হামলার ঘটনায় আগরতলা নারায়নপুর এলাকা থেকে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তবে হামলার সঙ্গে জড়িত আরও দুই অভিযুক্ত এখনো পলাতক রয়েছে।
পুলিশ সূত্রের খবর, গত রবিবার ভোররাতে জিবিপি হাসপাতালের ইমারজেন্সি বিভাগে এক রোগীর পরিচয় দাবিকারী ব্যক্তি কর্তব্যরত চিকিৎসকদের উপর হঠাৎ আক্রমণ চালায়। হামলার শিকার হন দুই চিকিৎসক— ডাঃ লিটন দাস ও ডাঃ অভিক দেব। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে মেডিকেল সুপার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
ওই অভিযোগের ভিত্তিতে পূর্ব থানায় মামলা নম্বর ৫১/২০২৫, ধারা ১০৯/১২৮/১২৯/১৩২ বিএনএস অনুযায়ী মামলা রুজু করা হয়। তদন্তে নেমে মঙ্গলবার গভীর রাতে জিবিপি ফাঁড়ির পুলিশ নারায়নপুর এলাকা থেকে অভিযুক্ত রাম সরকার ওরফে বাপনকে গ্রেফতার করে। তবে তার সঙ্গে থাকা দুই ভাই পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। অভিযুক্তদের খোঁজে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।
এই ঘটনার প্রেক্ষিতে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে গুরুতর প্রশ্ন। চিকিৎসকদের উপর লাগাতার হামলার ঘটনায় চিকিৎসক মহলে চরম ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়েছে। ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে নিরাপত্তা জোরদার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন স্বাস্থ্যকর্মীরা।