আগরতলা, ৫ আগস্ট ২০২৫ঃ
ত্রিপুরার কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে রাজ্য সরকার ধারাবাহিকভাবে নানা পদক্ষেপ গ্রহণ করছে। তারই অঙ্গ হিসেবে ধানের নূন্যতম সহায়ক মূল্য বৃদ্ধি এবং সরাসরি কৃষকদের কাছ থেকে এফসিআই এর মাধ্যমে ধান ক্রয়ের উদ্যোগে খুশি রাজ্যের কৃষক সমাজ।
মঙ্গলবার জিরানিয়া মহকুমার মাধববাড়ী আন্তঃ রাজ্য ট্রাক টার্মিনাসে ন্যূনতম সহায়ক মূল্যে ধান ক্রয়ের আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী।
রাজ্যের খাদ্য, জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তর এবং কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের যৌথ উদ্যোগে এফসিআই এবছরও কৃষকদের কাছ থেকে নূন্যতম সহায়ক মূল্যতে ধান ক্রয় করছে। নূন্যতম সহায়ক মূল্য বৃদ্ধির ফলে কৃষকদের মধ্যে উৎসাহ যেমন বেড়েছে, তেমনই ধীরে ধীরে উন্নত হচ্ছে তাদের জীবনযাত্রা।
অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী বলেন, “প্রতিটি কৃষক পরিবার যাতে আত্মনির্ভর হয়ে উঠতে পারে, তার জন্য সরকার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা চাই রাজ্যের কৃষকের মুখে হাসি ফুটুক।”
বিশেষজ্ঞদের মতে, এ ধরনের পদক্ষেপ কৃষিক্ষেত্রে দীর্ঘস্থায়ী স্থিতিশীলতা আনবে এবং কৃষকদের অর্থনৈতিক ভিত্তিকে আরও মজবুত করবে।