আগরতলা, ৫ আগস্ট ২০২৫ঃ
ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা মঙ্গলবার সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির প্রথম সভায় নিজস্ব সংস্কৃতির আধুনিকীকরণ এবং উদ্ভাবনী চিন্তাধারার প্রয়োগে বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “বর্তমানের সঙ্গে সামঞ্জস্য রেখে সংস্কৃতিকে আধুনিকতার ছোঁয়ায় গড়ে তুলতে হবে, যাতে যুবসমাজ আমাদের ঐতিহ্যের প্রতি আকৃষ্ট হয়।”
মুখ্যমন্ত্রী আরও বলেন, “সংস্কৃতি হলো একটি সমাজের অলংকার এবং মানসিক-আধ্যাত্মিক শান্তির উৎস। রাজ্যের ঐতিহ্যবাহী মিশ্র সংস্কৃতিকে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য আমাদের সম্মিলিত প্রচেষ্টা দরকার।” তিনি জানান, আধুনিকতার চাপে কীর্তন, পুতুলনাচ, যাত্রার মতো শিল্পগুলো হারিয়ে যেতে বসেছে। তাই সেগুলিকে উদ্ভাবনীভাবে পুনরুজ্জীবিত করা জরুরি।
এই সভায় মুখ্যমন্ত্রী সংস্কৃতিকে গণআন্দোলনে রূপান্তর করার আহ্বান জানান এবং জাতি-জনজাতি নির্বিশেষে ঐতিহ্য সংরক্ষণের জন্য সকলের সহযোগিতা কামনা করেন। তিনি দক্ষতা উন্নয়নের ওপর জোর দিয়ে বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেভাবে স্কিল ডেভেলপমেন্টের কথা বলেন, তেমনভাবেই সংস্কৃতি ক্ষেত্রেও দক্ষতা বৃদ্ধির ওপর জোর দিতে হবে।”
মুখ্যমন্ত্রীর আহ্বান, “সুস্থ সংস্কৃতির চর্চা ও রাজ্যের ঐতিহ্যবাহী কৃষ্টি-সংস্কৃতির সংরক্ষণই আগামী প্রজন্মের জন্য একটি শক্ত ভিত্তি গড়ে তুলবে।”