আগরতলা, ১০ আগস্ট ২০২৫ঃ
ত্রিপুরা প্রদেশ কংগ্রেস নির্বাচন কমিশনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে। প্রদেশ কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তীর অভিযোগ, কেন্দ্রীয় সরকার গোটা দেশে নির্বাচন কমিশনকে ব্যবহার করে এসআইআর চালু করছে, যা নির্বাচনকে প্রহসনে পরিণত করার উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।
রবিবার আগরতলায় আহুত এক সাংবাদিক সম্মেলনে প্রবীর চক্রবর্তী জানান, বিহার বিধানসভা নির্বাচনের আগে সেখানকার প্রাথমিক ভোটার তালিকা থেকে প্রায় ৬৫ লক্ষ ভোটার বাদ পড়েছেন এসআইআরের কারণে। কংগ্রেসের পক্ষ থেকে ডিজিটাল ভোটার লিস্ট তৈরির দাবি জানানো হলেও তা উপেক্ষা করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।
বিশেষজ্ঞ মহলের মতে, বিহারের পাশাপাশি অন্যান্য রাজ্যেও নির্বাচন কমিশন এসআইআর চালুর ক্ষেত্রে সক্রিয় ভূমিকা নিচ্ছে। এরই বিরোধিতায় ইতিমধ্যেই সর্বভারতীয় কংগ্রেসসহ বিভিন্ন বিরোধী দল মাঠে নেমেছে। ত্রিপুরায়ও তার প্রভাব পড়েছে এবং প্রদেশ কংগ্রেস সরাসরি এসআইআরের বিরোধিতা ঘোষণা করেছে।
প্রবীর চক্রবর্তী বলেন, এসআইআরের বিষয়ে এ পর্যন্ত প্রাপ্ত তথ্যসমূহ প্রাথমিক হলেও নির্বাচন কমিশনের আচরণ সংবিধানবিরোধী। তিনি সতর্ক করে দিয়ে জানান, এ বিষয়ে গোটা দেশের পাশাপাশি ত্রিপুরাতেও জনমত গড়ে তুলে কংগ্রেস আন্দোলনে নামবে।
ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের এই অভিযোগে রাজ্যের রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।