আগরতলা, ১০ আগস্ট ২০২৫ঃ
ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনকে
ব্যাঙ্গালোর হেব্বালস্থিত অ্যাস্টার সিএমআই হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত হয়েছে। রাজ্য সরকারের সহযোগিতায় আইএলএস হাসপাতাল ইতিমধ্যেই এয়ারলিফটের মাধ্যমে রোগীকে পাঠানোর প্রস্তুতি শুরু করেছে।
৯ আগস্ট তিনি ভেন্টিলেটর সাপোর্টে ছিলেন, জীবনচিহ্ন স্থিতিশীল এবং স্নায়বিক প্রতিক্রিয়ায় কিছু নড়াচড়া লক্ষ্য করা যায়। রবিবার সকালে মুখ্যমন্ত্রীর উদ্যোগে এআইআইএমএস দিল্লি থেকে স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডা. রাজেশ কুমার সিং ও স্নায়ুশল্য বিশেষজ্ঞ ডা. রমেশ শরণাপ্পা দোড়্দামানি আগরতলায় এসে তাঁকে পরীক্ষা করেন। তাঁরা নতুন সিটি স্ক্যান পর্যালোচনা করে জানান, প্রাথমিক চিকিৎসা ও অস্ত্রোপচার আন্তর্জাতিক প্রোটোকল অনুযায়ী হয়েছে এবং আগরতলায় প্রদত্ত চিকিৎসার মান প্রশংসনীয়।
তবে সর্বশেষ স্ক্যানে বাম ফ্রন্টো-টেম্পোরো-প্যারাইটাল অঞ্চলে, ডান সেন্ট্রাম সেমিওভালে, ডান কডেট নিউক্লিয়াস ও সাবআরাকনয়েড এলাকায় নতুন রক্তক্ষরণের লক্ষণ পাওয়া গেছে। চিকিৎসক দল জানিয়েছেন, পরিস্থিতি এখনও গুরুতর ও অনিশ্চিত।
এমন অবস্থায় পরিবারের ইচ্ছায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ব্যাঙ্গালোর হেব্বালস্থিত অ্যাস্টার সিএমআই হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
৮ আগস্ট সন্ধ্যায় আগরতলা রেলওয়ে স্টেশনে ট্রেনে যাত্রার অপেক্ষায় থাকার সময় হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন তিনি। প্রথমে তাঁকে টিএমসি হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে স্ক্যানে মস্তিষ্কে অভ্যন্তরীণ রক্তক্ষরণ ও তীব্র চাপ ধরা পড়ে। পরেই দিন তাঁকে আইএলএস হাসপাতালে স্থানান্তর করা হয়।