আগরতলা, ১১ আগস্ট ২০২৫ঃ
ত্রিপুরা বিধানসভার গুরুতর অসুস্থ অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে বেঙ্গালুরু নিয়ে যাওয়া হয়েছে। সোমবার দুপুর ১টা ৪৭ মিনিটে আগরতলা এমবিবি বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে তাঁকে ব্যাঙ্গালোর অ্যাস্টার সিএমআই হাসপাতালে স্থানান্তর করা হয়।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিশ্ববন্ধু সেনের কন্যা জানান, “আমি চেষ্টা করব বাবাকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে। তাঁর অনেক স্বপ্ন এখনো পূরণ হয়নি। তিনি ত্রিপুরার শরদ পাওয়ার, সুস্থ হয়ে আবার দায়িত্ব পালন করবেন।” সেনের ছেলে জানান, বাবার অবস্থা সংকটজনক, তাই হাসপাতাল পরিবর্তনের সিদ্ধান্ত একান্তই চিকিৎসাগত এবং এই সময়ে রাজনীতি না করার অনুরোধ জানান।
পরিবারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মানিক সাহাকে ধন্যবাদ জানানো হয়েছে এবং ত্রিপুরার চিকিৎসক দলের দ্রুত পদক্ষেপের প্রশংসা করা হয়েছে, যারা অধ্যক্ষের শারীরিক অবস্থা স্থিতিশীল রাখতে সর্বোচ্চ চেষ্টা করেছেন।
গত ৮ আগস্ট আগরতলা রেলওয়ে স্টেশনে ধর্মনগরে যাওয়ার পথে আচমকা অসুস্থ হয়ে পড়েন বিশ্ববন্ধু সেন। তাকে প্রথমে ত্রিপুরা মেডিকেল কলেজ ও ডাঃ বিআরএএম টিচিং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাকে আইএলএস হাসপাতালে স্থানান্তর করা হয় এবং সেখানে নিউরো সার্জনরা অস্ত্রোপচার সম্পন্ন করেন।
রবিবার দিল্লির এইমসের দুই বিশেষজ্ঞ তাঁর অস্ত্রোপচারের পরবর্তী অবস্থা পরীক্ষা করেন। তাঁদের পরামর্শে এবং পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে উন্নত চিকিৎসার জন্য বহির্বিশ্বে পাঠানো হয়।