আগরতলা, ১২ আগস্ট, ২০২৫ঃ
ত্রিপুরার জাতীয় সড়কের জরাজীর্ণ অবস্থা ও চলমান প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে তিন দিনের রাজ্য সফরে এলেন এনএইচআইডিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক ড. কৃষাণ কুমার। ১০ আগস্ট শুরু হওয়া সফরে তিনি আগরতলা-উদয়পুর জাতীয় সড়কের সিপাহিজলা বন্যপ্রাণী অভয়ারণ্যের কাছের অংশ প্রশস্তকরণের প্রস্তাব বিবেচনার আশ্বাস দেন।
সোমবার মুখ্যসচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত পর্যালোচনা বৈঠকে চলমান ও সম্পন্ন প্রকল্পের রক্ষণাবেক্ষণ সমস্যা নিয়ে আলোচনা হয়। বৈঠকে পূর্ত দপ্তরের সচিব খোয়াই-মানিক ভান্ডারসহ বিভিন্ন সেকশনের রাস্তার দুরবস্থার কথা তুলে ধরেন। এনএইচআইডিসিএল জানায়, খোয়াই-মানিক ভান্ডার অংশের ক্ষতির কারণ খুঁজে বের করতে সিআরআরআই বিশেষজ্ঞ দল কাজ করছে এবং তাদের প্রতিবেদন সেপ্টেম্বরের মধ্যে জমা পড়বে। সেই অনুযায়ী স্থায়ী মেরামত হবে। এমডি আশ্বাস দেন, ডিসেম্বর ২০২৫-এর মধ্যে সব রক্ষণাবেক্ষণ কাজ শেষ হবে।
বৈঠকে জমি অধিগ্রহণে ধীরগতি, বন বিভাগের ছাড়পত্র, বিদ্যুৎ গ্রিড ও টিএসইসিএল-সংক্রান্ত সমস্যার কথাও ওঠে। জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট দপ্তর দ্রুত সমাধানের আশ্বাস দেন। পরে এমডি ও পূর্ত সচিব এনএইচ-১০৮বি, এনএইচ-২০৮ এবং এনএইচ-০৮-এর কিছু অংশ পরিদর্শন করে ঠিকাদারদের অক্টোবরের মধ্যে স্থায়ী মেরামতের নির্দেশ দেন, নচেৎ কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন।
আজ মুখ্যমন্ত্রী মানিক সাহার সঙ্গে সাক্ষাতে এমডি চলমান সব কাজ সর্বোত্তম মানে শেষ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি শিলচর-আগরতলা ৪-লেন হাইওয়ে, আমতলি-উদয়পুর ৪-লেন, উদয়পুর-অমরপুর উন্নয়ন, আগরতলা পূর্ব বাইপাস, রানীরবাজার-চন্দ্রপুর ১০ কিমি অবশিষ্টাংশের কাজ এবং কমলপুর-আমবাসা-গন্ডাছড়া-অমরপুর-শান্তিবাজার নতুন জাতীয় সড়ক গ্রহণের পরিকল্পনা তুলে ধরেন।