আগরতলা, ১২ আগস্ট ২০২৫ঃ
ত্রিপুরাসহ উত্তর-পূর্ব ভারতের গ্রাহকদের জন্য বিএসএনএল নিয়ে এলো নতুন অফার “ফ্রিডম প্ল্যান”। মঙ্গলবার আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে বিএসএনএল ত্রিপুরা বানিজ্যিক বিভাগের জেনারেল ম্যানেজার শংকর লাল মিনা জানান, মাত্র ১ টাকা রিচার্জে গ্রাহকরা পাবেন আনলিমিটেড ভয়েস কলিং, প্রতিদিন ২ জিবি হাই-স্পিড ডেটা (পরবর্তী গতি ৪০ কেবিপিএস) এবং প্রতিদিন ১০০টি এসএমএস।
এই প্ল্যানটি শুধুমাত্র নতুন সংযোগ এবং বিএসএনএল-এ পোর্ট-ইন করা গ্রাহকদের জন্য প্রযোজ্য। অফারটি ১ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত কার্যকর থাকবে এবং উত্তর-পূর্ব-১ টেলিকম সার্কেলের অন্তর্গত ত্রিপুরা, মেঘালয় ও মিজোরামের জন্য একচেটিয়াভাবে উন্মুক্ত।
গ্রাহক সুবিধার্থে এই পরিকল্পনার সাথে বিনামূল্যে সিম কার্ড দেওয়া হচ্ছে, যা বিএসএনএল-এর গ্রাহক পরিষেবা কেন্দ্র ও অনুমোদিত খুচরো বিক্রেতাদের কাছ থেকে সংগ্রহ করা যাবে।
উত্তর-পূর্ব-১ সার্কেলের চীফ জেনারেল ম্যানেজার ডেইলি গিরি বলেন, “আমরা সবচেয়ে প্রত্যন্ত এলাকায়ও নির্ভরযোগ্য ও সাশ্রয়ী মূল্যের যোগাযোগ পরিষেবা পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।” নেটওয়ার্ক উন্নয়নে বিএসএনএল দেশীয় প্রযুক্তি ব্যবহার করে উন্নত ৪জি কভারেজ চালু করেছে এবং আগামীতে ৫জি পরিষেবা আনার পরিকল্পনা রয়েছে।