আগরতলা, ১৩ আগস্ট, ২০২৫ঃ
ভারতীয় সেনাবাহিনীর অগ্নিবীর নিয়োগ প্রক্রিয়ার প্রথম ধাপের অংশ হিসেবে আগামী ২০ থেকে ২৩ আগস্ট আগরতলায় অনুষ্ঠিত হবে নিয়োগ র্যালি। সেনাবাহিনীর শিলচর কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এই র্যালি হবে আগরতলার বিবেকানন্দ স্টেডিয়ামে।
ত্রিপুরা থেকে শর্টলিস্ট হওয়া প্রার্থীরাই এই র্যালিতে অংশ নিতে পারবেন। অনলাইন কমন এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের এবার ১.৬ কিলোমিটার দৌড়, পুশ-আপ, শরীরের নমনীয়তা এবং অন্যান্য শারীরিক যোগ্যতার পরীক্ষায় অংশ নিতে হবে।
সেনাবাহিনী কর্তৃপক্ষ ইতিমধ্যেই প্রার্থীদের নির্বাচিত বা অযোগ্য হওয়ার তথ্য ই-মেইলের মাধ্যমে জানিয়ে দিয়েছে। পাশাপাশি শর্টলিস্ট হওয়া প্রার্থীদের অ্যাডমিট কার্ডও ই-মেইলে পাঠানো হয়েছে।
উল্লেখযোগ্যভাবে, অগ্নিবীর প্রকল্পের মাধ্যমে ১৭.৫ থেকে ২১ বছর বয়সী তরুণরা চার বছরের জন্য সেনাবাহিনীতে চাকরির সুযোগ পান। প্রশিক্ষণ শেষে যোগ্য প্রার্থীদের একটি অংশকে স্থায়ীভাবে সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়। এই প্রকল্পে শুধু সেনাবাহিনী নয়, নৌবাহিনী ও বিমানবাহিনীতেও নিয়োগ চলছে।
আগরতলার এই নিয়োগ র্যালি ঘিরে শহরে নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি নেওয়া হয়েছে, যাতে প্রার্থীরা নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারেন।