আগরতলা, ১৩ আগস্ট, ২০২৫ঃ
৭৯তম স্বাধীনতা দিবস উদযাপনকে ঘিরে আগরতলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বুধবার আসাম রাইফেলস ময়দানে চূড়ান্ত মহড়া হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে তা সম্ভব হয়নি। তবে পুলিশের মহা-নির্দেশক অনুরাগ নিজে উপস্থিত থেকে প্রস্তুতির অগ্রগতি পর্যালোচনা করেন। তিনি জানান, এবছর মোট ১৬টি প্লাটুন অংশ নেবে কুচকাওয়াজে এবং ১৫ আগস্ট মূল অনুষ্ঠানে আকর্ষণীয় প্যারেড উপহার দেওয়া হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
মূল অনুষ্ঠানটি হবে ১৫ আগস্ট সকাল ৯টা ১০ মিনিটে আসাম রাইফেলস ময়দানে। মুখ্যমন্ত্রী মানিক সাহা জাতীয় পতাকা উত্তোলনের পর সম্মিলিত বাহিনীর কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন। অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা পরিবেশন করবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
দিনটির সূচনা হবে ভোর ৫টায় প্রভাতফেরীর মাধ্যমে। সকাল ৭টায় রাজ্যের সব সরকারি দফতর, শিক্ষা প্রতিষ্ঠান, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, পুরনিগম, গ্রাম পঞ্চায়েত ও ভিলেজ কাউন্সিল কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন হবে। সচিবালয় প্রাঙ্গণে পতাকা উত্তোলন করবেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ। সকাল ৮টায় সার্কিটহাউস সংলগ্ন মূর্তি প্রাঙ্গণে মহাত্মা গান্ধীর মূর্তিতে শ্রদ্ধা জানাবেন রাজ্যপাল ইন্দ্রেসেনা রেড্ডি নাল্লু। তিনি সকাল ৮টা ১৫ মিনিটে গান্ধীঘাট এবং ৮টা ৩৫ মিনিটে লিচুবাগানের এলবার্ট এক্কা পার্কে শহীদ স্মৃতি সৌধে শ্রদ্ধা নিবেদন করবেন।
সন্ধ্যা ৫টায় আগরতলা টাউন হলে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সন্ধ্যা ৬টায় রাজভবনে ‘অ্যাট হোম’ আয়োজন করা হবে।
এর আগে ১৩ আগস্ট থেকে শুরু হল ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি।