আগরতলা, ৯ আগস্ট ২০২৫ঃ
সারাদেশের আগামী ১৭ আগস্ট কালো দিবস পালন করবে চাকমা জনজাতি। ত্রিপুরা, মিজোরাম, অরুণাচল প্রদেশসহ দেশের প্রতিটি চাকমা অধ্যুষিত জনপদে এই দিনটিতে পুরুষ ও মহিলা সকলেই কালো ব্যাজ পরে মিছিল করবে।
চাকমা ন্যাশনাল কাউন্সিল অফ ইন্ডিয়ার যুগ্ম সম্পাদক শান্তি বিকাশ চাকমা জানান, ১৯৪৭ সালের ১৫ আগস্ট ভারতের স্বাধীনতার দিনে পার্বত্য চট্টগ্রামের চাকমা ও অন্যান্য জুম্ম জনজাতি ভারতের তেরঙ্গা পতাকা উত্তোলন করেছিল। দেশভাগের চুক্তি অনুযায়ী তাদের আশা ছিল পার্বত্য চট্টগ্রাম ভারতের অংশ হবে। কিন্তু মাত্র দুই দিন পর, ১৭ আগস্ট ১৯৪৭ সালে পার্বত্য চট্টগ্রামকে পাকিস্তানের অংশ ঘোষণা করা হয় এবং বলপূর্বক তেরঙ্গা নামিয়ে পাকিস্তানের পতাকা উত্তোলন করা হয়।
তিনি অভিযোগ করেন, ব্রিটিশ শাসন শেষ হলেও পার্বত্য চট্টগ্রামের চাকমারা স্বাধীনতা পায়নি, বরং নতুন করে নিপীড়নের শিকার হয়েছে, যা আজও চলছে। ২০১৬ সাল থেকে ত্রিপুরা সহ সারাদেশের চাকমারা প্রতিবছর ১৭ আগস্ট কালো দিবস পালন করছে।
চাকমা কাউন্সিল অফ ইন্ডিয়ার মতে, এ বছরের কালো দিবস বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ বাংলাদেশে সরকার পরিবর্তনের পর, বিশেষ করে ড. ইউনূস তত্ত্বাবধায়ক সরকারের ক্ষমতায় আসার পর, পার্বত্য চট্টগ্রামে চাকমা ও অন্যান্য জনজাতিদের উপর নির্যাতন চরমে পৌঁছেছে। ভারতপন্থী হওয়ার অভিযোগে বহু বাড়িঘর ও দোকানপাটে অগ্নিসংযোগ করা হয়েছে, সেনাবাহিনীর গুলিতে ছাত্রসহ বহু নিরীহ মানুষ নিহত হয়েছে।
এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে ফের পার্বত্য চট্টগ্রাম থেকে ত্রিপুরায় শরণার্থী ঢল নামার আশঙ্কা রয়েছে। বর্তমানে ত্রিপুরায় প্রায় ৯০ হাজারের বেশি চাকমা জনজাতি বসবাস করছে।