আগরতলা, ১৩ আগস্ট ২০২৫ঃ
তিপ্রামথা দলের বিধায়ক রঞ্জিত দেববর্মা ত্রিপুরায় অবিলম্বে এনআরসি কার্যকর করার দাবি জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছেন। তার বক্তব্য, অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত ও বিতাড়নে রাজ্য সরকারের তৎপরতা অত্যন্ত শিথিল, যা নিরাপত্তা পরিস্থিতির জন্য উদ্বেগজনক।
বিধায়ক জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক গত ১৯ মে অবৈধ অনুপ্রবেশকারীদের ৩০ দিনের মধ্যে শনাক্ত, বিতাড়ন ও ফেরত পাঠানোর নির্দেশ দেয়। এরপর ২৮ মে রাজ্য প্রশাসন ও ব্যুরো অব ইমিগ্রেশনকে এ বিষয়ে পুনরায় নির্দেশনা পাঠানো হয়।
তার আরো অভিযোগ, তার একাধিক চিঠি দেওয়ার পরও রাজ্য সরকার এখনো কোনো ডিটেনশন ক্যাম্প গড়ে তোলেনি এবং সব জেলায় পর্যাপ্ত বিশেষ টাস্ক ফোর্স, এসটিএফ গঠন করেনি। তিনি জানান, গঠিত এসটিএফ দলগুলোতে কেন্দ্রীয় বাহিনীর সদস্য নেই, সিভিল প্রশাসনের কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা হয়নি, নির্দেশিকা দেওয়া হয়নি, এমনকি কোনো সদর দপ্তরও ঘোষণা করা হয়নি।
তিনি এই তৎপরতাকে “চোখে ধুলো দেওয়ার প্রচেষ্টা” বলে অভিহিত করে দাবি করেন, বিপুল হারে অবৈধ অনুপ্রবেশ অব্যাহত রয়েছে এবং কিছু অনুপ্রবেশকারী “বিরোধী-ভারতীয় কার্যকলাপে” জড়িত। তার মতে, এই পরিস্থিতি ত্রিপুরা তথা ভারতের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য গুরুতর হুমকি।
বিধায়ক রঞ্জিত দেববর্মা কেন্দ্রকে আহ্বান জানান, আসামের মতো ত্রিপুরাতেও কেন্দ্রীয় বাহিনী ও প্রশাসনের সক্রিয় অংশগ্রহণে এনআরসি বাস্তবায়ন নিশ্চিত করতে।