আগরতলা, ১৪ আগস্ট, ২০২৫ঃ
দক্ষিণ ত্রিপুরার রেল যোগাযোগে যুক্ত হলো নতুন অধ্যায়। দীর্ঘ প্রতীক্ষার পর বৃহস্পতিবার সকালে জোলাইবাড়ি ও বিলোনিয়া রেল স্টেশনে শুরু হলো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের নতুন স্টপেজ।
সাব্রুম থেকে শিয়ালদাগামী ট্রেনটি সকাল ৬টা ৪৫ মিনিটে প্রথমে জোলাইবাড়ি স্টেশন থেকে যাত্রা শুরু করে। সবুজ পতাকা নেড়ে যাত্রার উদ্বোধন করেন সমবায় মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া, শান্তিরবাজার মহকুমা শাসক মনোজ কুমার সাহা, জোলাইবাড়ি ব্লকের বিডিও নবব্রত দত্ত ও রেলের আধিকারিকরা। মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া নিজেও জোলাইবাড়ি থেকে ট্রেনে বিলোনিয়ার উদ্দেশ্যে রওনা হন। উদ্বোধনী বক্তব্যে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রেল দপ্তর ও রেলমন্ত্রী অশ্বিনী কুমার বৈষ্ণবকে জোলাইবাড়ি এবং দক্ষিণ জেলার মানুষের পক্ষ থেকে ধন্যবাদ জানান। ঐতিহাসিক এই মুহূর্তের সাক্ষী হতে সকাল থেকেই স্থানীয়রা ভিড় জমান স্টেশনে।
একই দিনে সকাল ৬টা ৪৫ মিনিটে বিলোনিয়া স্টেশনে পৌঁছায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। স্টেশন চত্বর ব্যান্ড বাজনা, করতালি ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য ও মন্ত্রী শুক্লা চরন নোয়াতিয়া।
দুই স্টেশনেই ভোর থেকে ছিল উপচে পড়া জনসমাগম। আলোচনা শেষে সবুজ পতাকা নেড়ে বিলোনিয়া থেকে ট্রেনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। স্থানীয়দের মতে, এই দিনটি দক্ষিণ ত্রিপুরার রেল যোগাযোগের ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।