আগরতলা, ১৭ আগস্ট, ২০২৫ঃ
“রক্ত বাজারে কেনা যায় না, রক্তের চাহিদা পূরণ সম্ভব কেবল স্বেচ্ছা রক্তদানের মাধ্যমে”—এমন মন্তব্য করে মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, অন্নদান কিংবা বস্ত্রদানের মতোই রক্তদান একটি মহৎ সামাজিক কাজ, তবে তা সবকিছুর ঊর্ধ্বে।
মোহনপুরের আদরনি টি এস্টেটস্থিত সিআরপিএফ-এর গ্রুপ সেন্টারে আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধনকালে মুখ্যমন্ত্রী আরও বলেন, রক্তদানের পাশাপাশি দেহদান ও অঙ্গদানের ক্ষেত্রেও মানুষকে সচেতন করতে হবে। তিনি স্বাধীনতালাভের প্রসঙ্গ টেনে শহিদদের আত্মবলিদানের কথা স্মরণ করেন এবং তাঁদের প্রতি শ্রদ্ধা জানান।
রোটারি ক্লাব অফ অ্যাসপায়ারিং আগরতলা এবং সিআরপিএফ-এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এই রক্তদান শিবিরে মোট ৫১ জন স্বেচ্ছায় রক্তদান করেন। উল্লেখযোগ্যভাবে, অনুষ্ঠানে রোটারি ক্লাবের সদস্য সঞ্জীব দত্ত মরনোত্তর দেহদানের অঙ্গীকার করেন।
অনুষ্ঠানে সিআরপিএফ-এর ত্রিপুরা সেক্টরের আইজিপি বিমল কুমার বিস্ত, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডাঃ তপন মজুমদার বক্তব্য রাখেন। এছাড়াও উপস্থিত ছিলেন সিআরপিএফ-এর ডিআইজিপি ওয়াই কে রাজপুত, ডিআইজিপি হেনজেং প্রমুখ।
রোটারি ক্লাব অফ অ্যাসপায়ারিং আগরতলার সভাপতি ডাঃ দামোদর চ্যাটার্জি স্বাগত বক্তব্য রাখেন এবং সংগঠনের সচিব ঝুমুর বণিক সেনগুপ্ত ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানের শুরুতে সিআরপিএফ-এর পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে গার্ড অব অনার দেওয়া হয়।