আগরতলা, ১৭ আগস্ট, ২০২৫ঃ
দেশভাগের সময় পার্বত্য চট্টগ্রামকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করার প্রতিবাদে প্রতিবছরের মতোই আজ চাকমা সম্প্রদায়ের উদ্যোগে পালিত হলো কালো দিবস।
উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমার শ্রীরামপুরস্থিত সাক্য সদক প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুলে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন চাকমা ন্যাশনাল কাউন্সিল অফ ইন্ডিয়ার কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অনিরুদ্ধ চাকমা এবং ত্রিপুরা স্টেট চাকমা স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক প্রশান্ত চাকমা সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।
সভায় বক্তব্য রাখতে গিয়ে অনিরুদ্ধ চাকমা জানান, ১৯৪৭ সালের ১৫ আগস্ট ইংরেজদের শাসন থেকে মুক্তির পর ভারতের জাতীয় পতাকা উত্তোলিত হয়েছিল পার্বত্য চট্টগ্রামে। অথচ দেশভাগের সময় ৯৮ শতাংশ অমুসলিম অধ্যুষিত এই অঞ্চল অন্যায়ভাবে পাকিস্তানের দখলে চলে যায়, যা বর্তমানে বাংলাদেশের অন্তর্ভুক্ত। এর পর থেকেই চাকমা জনগোষ্ঠীর ওপর শুরু হয় নানাবিধ নির্যাতন ও দমননীতি।
তিনি আরও বলেন, এই অবিচারের প্রতিবাদ ও চাকমা জনগণের অধিকার রক্ষার দাবিতে প্রতিবছর ১৭ আগস্ট কালো দিবস পালিত হয়। পাশাপাশি তিনি অবিলম্বে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলকে ভারতের অন্তর্ভুক্ত করার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানান।