আগরতলা, ১৭ আগস্ট, ২০২৫ঃ
ব্যক্তিগত ভিডিও ক্লিপস ও অডিও বার্তা সামাজিক মাধ্যমে ফাঁস করে দেওয়াতে ত্রিপুরায় ভারতীয় যুব মোর্চা খয়রপুর মণ্ডল সভাপতি মান্না দেকে বহিষ্কার করল দল। তাকে বহিষ্কার করে একটি বিজ্ঞপ্তি জারি করা হলো রবিবার।
বিজেপির সাধারণ সম্পাদক অমিত রক্ষিতের স্বাক্ষরিত বহিষ্কারপত্রে উল্লেখ করা হয়েছে, “দলীয় নেতৃত্বের নজরে এসেছে যে আপনি ব্যক্তিগত ভিডিও প্রকাশ্যে এনে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছেন। সম্প্রতি একটি মহিলার সঙ্গে অশ্লীল ভিডিও এবং অন্তরঙ্গ অডিও ক্লিপস সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যা দলের জন্য অত্যন্ত বিব্রতকর।”
এই ঘটনার সুত্র ধরে যৌন কেলেংকারিতে জড়িয়ে পড়ে খয়েরপুর বিধানসভার বিধায়ক রতন চক্রবর্তীর নাম। বিধায়কের নাম জড়িয়ে পড়াতে এই ব্যবস্থা নেয় দল।
চিঠিতে আরও বলা হয়েছে, একাধিকবার সতর্ক করার পরও মান্না দে ব্যক্তিগত ভিডিও এবং অডিও ফাঁস করে চলেছেন। যা একজন কর্মীর শৃঙ্খলাবিরোধী ও অগ্রহণযোগ্য কাজ। ফলে তাকে অবিলম্বে দল থেকে বহিষ্কার করা হলো। বহিষ্কারের পর থেকে তিনি কোনো দলীয় কর্মসূচি বা অনুষ্ঠানে অংশ নিতে পারবেন না।
এছাড়াও অভিযোগ উঠেছে, গত কয়েক বছরে দলীয় পদ ব্যবহার করে তিনি কোটি কোটি টাকা রোজগার করেছেন। ব্যক্তিগত জীবনে মান্না দে চারবার বিয়ে করেছেন। তবে শেষ স্ত্রী ছয় মাসের মধ্যেই শারীরিক ও মানসিক নির্যাতনের কারণে তাকে ছেড়ে চলে যেতে বাধ্য হন।