আগরতলা, ১৮ আগস্ট, ২০২৫ঃ
ত্রিপুরায় অনুপ্রবেশ বন্ধ করা এবং রোহিঙ্গাদের ফেরত পাঠানোর দাবিতে আজ আগরতলার সার্কিট হাউস চত্বরে মহাত্মা গান্ধীর মূর্তির পাদদেশে বিক্ষোভে সামিল হয় তিপ্রা স্টুডেন্টস ফেডারেশন, টিএসএফ। নর্থ ইস্ট স্টুডেন্টস অর্গানাইজেশন, নেসো এর আহ্বানে এ কর্মসূচি পালিত হয়।
টিএসএফ-এর সাধারণ সম্পাদক হামলু জমাতিয়া জানান, অনুপ্রবেশ এখন উত্তর-পূর্বাঞ্চলের সর্বত্র একটাই ইস্যু, আর সেই কারণেই গোটা অঞ্চলে একযোগে আন্দোলন চলছে। বিক্ষোভ মঞ্চ থেকে টিএসএফ কর্মীরা ‘‘বাংলাদেশি গো ব্যাক’’ স্লোগান তোলেন।
সংগঠনের দাবি, রাজ্যে অবৈধ অনুপ্রবেশকারীদের রুখতে কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী কঠোর আইন কার্যকর করা হোক। টিএসএফ নেতৃত্ব জানিয়েছে, এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো উত্তর-পূর্বাঞ্চলের আদিবাসী জনগোষ্ঠীর ভূমি, পরিচয় ও অস্তিত্ব রক্ষার দাবিকে জোরদার করা।
এক যৌথ বিবৃতিতে টিএসএফ নেতারা হামলু জমাতিয়া ও সম্রাট দেববর্মা বলেন— “আজকের দিনে অবৈধ অনুপ্রবেশ উত্তর-পূর্বের আদিবাসী সমাজের জন্য সবচেয়ে বড় হুমকি। আমাদের সংস্কৃতি, ভূমি ও পরিচয় রক্ষায় একতাবদ্ধ গণআন্দোলনের বিকল্প নেই।”