আগরতলা, ১৮ আগস্ট, ২০২৫ঃ
বিকল্প ২০৮ নং জাতীয় সড়কের অর্ধসমাপ্ত কাজ দ্রুত সম্পন্ন করা এবং আসাম-আগরতলা জাতীয় সড়ক সংস্কারের দাবিতে আজ সোমবার সকাল ৯টা থেকে এক ঘণ্টার প্রতীকী অবরোধ কর্মসূচি পালন করল সিপিআইএম ধর্মনগর মহাকুমা কমিটি। অবরোধটি অনুষ্ঠিত হয় কদমতলা থানাধীন ঝেরঝেরি পুলিশ চেকপোস্ট এলাকায়।
অবরোধ শেষে ঝেরঝেরি তেমাতা এলাকায় একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য রাজেন্দ্র রিয়াং, পাশাপাশি উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী বিজিতা নাথ, স্থানীয় বিধায়ক ইসলাম উদ্দিন, ৫৭ যুবরাজপুর কেন্দ্রের বিধায়ক শৈলেন্দ্র চন্দ্র নাথ, উত্তর জেলা সম্পাদক অভিজিৎ দে, মহকুমা সম্পাদক রতন রায়, পানিসাগর মহকুমা সম্পাদক অজিত দাস সহ অন্যান্য বাম নেতৃত্ব।
বক্তারা অভিযোগ করেন, রাজ্যের ডাবল ইঞ্জিন সরকার জনগণের স্বার্থে কোনো উন্নয়নমূলক কাজ করছে না, বরং কোটি কোটি টাকার বরাদ্দকৃত অর্থ শাসক দলের নেতা ও আমলাদের পকেটে যাচ্ছে। ফলে বিকল্প জাতীয় সড়কের কাজ আজও অর্ধসমাপ্ত অবস্থায় রয়েছে।
তাঁরা বলেন, রাজ্যে গত সাত-আট বছরে সাধারণ মানুষের উন্নয়ন না হয়ে বরং সুবিধা ভোগ করেছে কেবল শাসক দলের মন্ত্রী, বিধায়ক ও নেতারা।