আগরতলা, ১৯ আগস্ট, ২০২৫ঃ
ত্রিপুরার মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্যের ১১৭তম জন্মবার্ষিকী পালিত হল মঙ্গলবার। তার জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি। এদিন রাজধানী আগরতলা সহ বিভিন্ন স্থানে নানা কর্মসূচির আয়োজন করা হয়।
মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আগরতলার কামান চৌমুহানীর জিরো পয়েন্টে মহারাজার মূর্তির পাদদেশে। মুখ্যমন্ত্রী মানিক সাহা, আগরতলা পুরনিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ বিশিষ্ট ব্যক্তিরা মহারাজার মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরকে শ্রদ্ধা নিবেদন করে, এক্স-এ পোস্টে লেখেন— “মহারাজ বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর জী’কে তাঁর জন্মবার্ষিকীতে স্মরণ করছি। ত্রিপুরার উন্নয়নে তাঁর অনুকরণীয় প্রচেষ্টার জন্য তিনি প্রশংসিত। জনসেবার প্রতি তাঁর অনুরাগ, দরিদ্রদের ক্ষমতায়নের প্রতিশ্রুতি এবং সামাজিক উন্নতির প্রতি নিষ্ঠা আমাদের ব্যাপকভাবে অনুপ্রাণিত করে। কেন্দ্রীয় সরকার এবং ত্রিপুরা সরকার তাঁর স্বপ্ন বাস্তবায়নের জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছে।”
মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, শিক্ষাক্ষেত্রে মহারাজার যে দূরদর্শী দৃষ্টিভঙ্গি ছিল, তা বাস্তবায়নের লক্ষ্যে বর্তমান বিজেপি নেতৃত্বাধীন সরকার নিরলসভাবে কাজ করছে। একই দিনে রবীন্দ্র ভবনে আয়োজিত স্মরণসভায় মুখ্যমন্ত্রী আরও উল্লেখ করেন, আধুনিক ত্রিপুরার স্থপতি হিসেবে মহারাজা বীর বিক্রম অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার শক্ত ভিত গড়ে দিয়েছিলেন।