আগরতলা, ১৯ আগস্ট, ২০২৫ঃ
বীরবিক্রম মেমোরিয়াল কলেজের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এদিন তিনি কলেজ প্রাঙ্গণে মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্যের মূর্তির আবরণ উন্মোচন করে অনুষ্ঠানের সূচনা করেন।
অনুষ্ঠানে ভাষণ রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, মহারাজা বীরবিক্রম শুধু একজন রাজা নন, তিনি আধুনিক ত্রিপুরার রূপকার। তাঁর আমলে শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে আগরতলা শহরের সড়কব্যবস্থার উন্নয়নসহ নানা ক্ষেত্রে গৃহীত পদক্ষেপ আজও রাজ্যের অগ্রগতির ভিত্তি। তিনি আরও বলেন, মহারাজা বীরবিক্রম বিদ্যানুরাগী ছিলেন এবং আগরতলায় বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা নিয়েছিলেন। বর্তমান রাজ্য সরকার তাঁর চিন্তাভাবনাকে বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে।
মুখ্যমন্ত্রী ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন, কেবল ভালো ফলাফল করলেই হবে না, প্রকৃত মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলা জরুরি। সমাজের জন্য ভালো কিছু করার তাগিদ থাকতে হবে। পাশাপাশি তিনি নেশামুক্ত ত্রিপুরা গড়তে ছাত্রসমাজকে সচেতন হওয়ার আহ্বান জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্মনির্ভর ভারতের স্বপ্ন বাস্তবায়নে ছাত্র-যুবাদের এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।
সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে মুখ্যমন্ত্রী ও অতিথিগণ একটি স্মরণিকা ও বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেন। এছাড়া মুখ্যমন্ত্রী, উচ্চশিক্ষামন্ত্রীসহ অন্যান্য অতিথিরা কলেজের ছাত্রছাত্রীদের তৈরি বিভিন্ন পণ্যের ১৮টি প্রদর্শনী স্টল ঘুরে দেখেন।