আগরতলা, ২০ আগস্ট, ২০২৫ঃ
২৩ আগস্ট তিপ্রাল্যান্ড দিবস পালন করবে ইন্ডিজেনাস পিপলস ফ্রন্ট অফ ত্রিপুরা, আইপিএফটি। এদিন আগরতলায় একটি সমাবেশ আয়োজন করতে চলেছে দল। এই সমাবেশ থেকে ষষ্ঠ তফশীলি মেনে ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ এলাকা নিয়ে পৃথক রাজ্য “তিপ্রাল্যান্ড” গঠনের দাবি নিয়ে আবার সড়ক হবে দল। সমাবেশ শেষে রাজ্যপালের কাছে এক স্মারকলিপি পেশ করবে আইপিএফটি নেতৃত্ব।
দলের সাধারণ সম্পাদক স্বপন দেববর্মা জানিয়েছেন, মূল দাবি হিসেবে আইপিএফটি এখনো তিপ্রাল্যান্ডের দাবিতেই রয়েছে। যদিও বিজেপির সঙ্গে আইপিএফটি জোটে রয়েছে, তবুও দল হিসেবে স্বাধীন রাজনৈতিক লক্ষ্যপূরণের অধিকার তাদের রয়েছে। বিষয়টি দুই দলের কমন মিনিমাম প্রোগ্রামে স্পষ্টভাবে উল্লেখ আছে।
তিনি আরও জানান, সম্প্রতি দলের প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছে এবং সেখানে প্রজন্মভিত্তিক ভোটার যাচাইয়ের গুরুত্ব তুলে ধরা হয়েছে। ১৯৭১ সালের ভোটার তালিকার ভিত্তিতে প্রকৃত নাগরিকদের অন্তর্ভুক্তি নিশ্চিত করাই ছিল আইপিএফটির মূল দাবি।
প্রসঙ্গত, প্রতি বছর ২৩শে আগস্ট দিনটি আইপিএফটি “তিপ্রাল্যান্ড ডিমান্ড ডে” হিসেবে পালন করে থাকে।