সঙ্গে আগরতলা, ২১ আগস্ট, ২০২৫ঃ
ত্রিপুরার উপজাতি উন্নয়ন ও স্বার্থ রক্ষার জন্য দলমত নির্বিশেষে একজোট হওয়াত বার্তা দিলেন তিপ্রামথার প্রতিষ্ঠাতা প্রদ্যোত কিশোর দেববর্মা। বৃহস্পতিবার তিনি বিজেপির জনজাতি মোর্চাকে এই আহ্বান জানিয়েছেন। বুধবার নিজের সামাজিক মাধ্যমে লাইভে এসে প্রদ্যোত কিশোর দেববর্মা বলেন, বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্যের সঙ্গে তার আলোচনা হয়েছে। রোমান লিপি চালুর দাবি বা এডিসি পুলিশের প্রস্তাবের মতো কিছু বিষয় নিয়ে মতপার্থক্য থাকলেও, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে দুই দলের অবস্থান একই। এর মধ্যে রয়েছে— বিজেপির ইশতেহারে প্রতিশ্রুত ১২৫তম সাংবিধানিক সংশোধনী বিলের সমর্থন, এডিসিকে সরাসরি কেন্দ্র থেকে অর্থায়ন, উপজাতি সম্প্রদায়ের ভূমি অধিকারের সুরক্ষা এবং গণ্ডা তুইসায় কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা।
প্রদ্যোত কিশোর দেববর্মনের কথায়, “এসব বিষয়ে বিজেপির জনজাতি মোর্চা ও তিপ্রা মথার অবস্থান একই। আমরা যদি ঐক্যবদ্ধভাবে কেন্দ্রের কাছে দাবি উত্থাপন করি, তবে ফলাফল আরও ইতিবাচক হবে।”
পাশাপাশি এই দিন তিনি উত্তর পূর্বাঞ্চলে অন্যতম প্রতিবেশী রাজ্য নাগাল্যান্ডের প্রসঙ্গ তুলে বলেন, বলেন, “আমাদের নাগাল্যান্ড থেকে শিক্ষা নিতে হবে। সেখানে ২০টি ভিন্ন ভিন্ন উপজাতি, ভাষা ও সংস্কৃতি থাকা সত্ত্বেও তারা কেন্দ্রের কাছে একসঙ্গে দাবি তোলে। আমরাও সেই পথেই এগোতে হবে।”