আগরতলা, ২১ আগস্ট, ২০২৫ঃ
সাধারণ মানুষের সমস্যা দ্রুত সমাধান করতে হবে।রাজ্যে চলমান উন্নয়ন ও জনকল্যাণমূলক প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার এক বৈঠক থেকে এই বার্তা দেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এদিন মুখ্যমন্ত্রী তার সরকারি বাসভবনে সমস্ত বিধায়ক, জেলা আধিকারিক এবং শীর্ষ প্রশাসনিক কর্তাদের দিয়ে এক পর্যালোচনা বৈঠক করেন।
বৈঠক থেকে তিনি বলেন, বর্তমান রাজ্য সরকার জনগণের কল্যাণে অঙ্গীকারবদ্ধ এবং উন্নয়নমূলক কার্যক্রমকে গতিশীল করাই সরকারের প্রধান লক্ষ্য। প্রতিটি কেন্দ্রে জনমুখী উদ্যোগ গ্রহণ এবং তা কার্যক্ষেত্রে সফলভাবে সম্পন্ন করার ওপর তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেন।
মুখ্যমন্ত্রী জানান, উন্নয়নমূলক কর্মসূচি কেবল কাগজে-কলমে সীমাবদ্ধ থাকলে চলবে না, সেগুলি যথাযথভাবে বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। এজন্য তিনি জেলা ভিত্তিক পরিকল্পনার তদারকি জোরদার করার নির্দেশ দেন।
মুখ্যমন্ত্রী বৈঠকে প্রশাসন, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট সংস্থাগুলির সম্মিলিত প্রচেষ্টার ওপর জোর দেন। তিনি জানান, প্রকল্পগুলি সময়মতো সম্পন্ন হলে রাজ্যের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে এবং সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় হবে।
মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে এদিন লিখেছেন— সরকার জনগণের সার্বিক কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ, উন্নয়নমূলক প্রকল্পে গতি আনাই এখন মূল লক্ষ্য।