আগরতলা, ২১ আগস্ট, ২০২৫ঃ
মা ও শিশু পুষ্টি প্রকল্পে এফআরএস বা ফেস রিকগনিশন সিস্টেম পদ্ধতি বাতিলের দাবিতে সারা দেশের সঙ্গে রাজ্যও কাল দিবস পালন করল সিআইটিইউ।
এই “কালো দিবস” কর্মসূচির অঙ্গ হিসাবে আগরতলা অফিস লাইনস্থিত সিআইটিইউ-র সদর কার্যালয়ের সামনে ত্রিপুরা অঙ্গনওয়াড়ী ওয়ার্কার্স এন্ড হেলপার্স ইউনিয়ন বিক্ষোভ কর্মসূচি পালন করে। ত্রিপুরায় এই সংখ্যা প্রায় দেড় হাজারের বেশী বলে দাবি করেন বাম শ্রমিক নেত্রী জয়া বর্মন। তিনি জানান, এফআরএস পদ্ধতি খাদ্যের অধিকার আইন লঙ্ঘনের শামিল এবং অবিলম্বে এই পদ্ধতি প্রত্যাহার করতে হবে।
এদিন সংগঠনের পক্ষ থেকে পাঁচ দফা দাবি পেশ করা হয়। দাবিগুলির মধ্যে রয়েছে, অবিলম্বে এফআরএস পদ্ধতি প্রত্যাহার, বাড়ি বা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সকল সুবিধাভোগীদের খাবার প্রদান, অঙ্গনওয়াড়ি কর্মীদের উন্নতমানের ফাইভ-জি স্মার্টফোন সরবরাহ, কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিতকরণ এবং কাজের চাপ হ্রাস।
বাম শ্রমিক নেত্রী জয়া বর্মন বলেন, মা ও শিশু পুষ্টি প্রকল্পের খাদ্য থেকে কেউ যেন বঞ্চিত না হয়, তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। অন্যদিকে, বাম নেত্রী পাঞ্চালি ভট্টাচার্য অভিযোগ করেন, রাজ্যের অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে নিম্নমানের স্মার্টফোন দেওয়া হয়েছে। সেইসাথে তিনি অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে ওয়াই-ফাই এবং আধুনিক ডিজিটাল ব্যবস্থা চালুর দাবি তোলেন।
আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে দাবিগুলি পূরণের বিষয়ে দ্রুত কোনও পদক্ষেপ না নিলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে নামতে বাধ্য হবে ত্রিপুরা অঙ্গনওয়াড়ী ওয়ার্কার্স এন্ড হেলপার্স ইউনিয়ন।