আগরতলা, ২২ আগস্ট, ২০২৫ঃ
রাজ্য সরকারের উদ্যোগে মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ যোজনার আওতায় অন্ত্যোদয় পরিবারভুক্ত কন্যা সন্তানের বিয়ের জন্য ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে। গত ২০ আগস্ট অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে এই খবর জানান খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি বলেন, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের অধীনে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্ত্রী জানান, মুখ্যমন্ত্রী অন্ত্যোদয় শ্রদ্ধাঞ্জলি যোজনায় পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে অন্ত্যোদয় পরিবারের কোনও সদস্য প্রয়াত হলে অন্ত্যেষ্টিক্রিয়ার খরচ বাবদ ২ হাজার টাকার পরিবর্তে ১০ হাজার টাকা প্রদান করা হবে।
এছাড়াও সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের অধীনে “চিফ মিনিস্টার স্কিম ফর মেন্টালি চ্যালেঞ্জড পার্সনস” নামে একটি নতুন প্রকল্প চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই প্রকল্পের আওতায় মানসিকভাবে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের প্রতি মাসে ৫ হাজার টাকা ভাতা প্রদান করা হবে।
একই সঙ্গে সুশান্ত চৌধুরী জানান, দপ্তরের অধীনে সিডিপিও এর চারটি শূন্য পদে শীঘ্রই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। এই নিয়োগ প্রক্রিয়া ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন এর মাধ্যমে সম্পন্ন হবে।