আগরতলা, ২২ আগস্ট, ২০২৫ঃ
ত্রিপুরার রাবার চাষিরা মারাত্মক সমস্যার মুখে পড়েছেন ছত্রাকজনিত রোগের কারণে। পশ্চিম জেলা, সিপাহিজলা ও গোমতী জেলার একাধিক রাবার বাগানে ইতিমধ্যেই অনিয়ন্ত্রিতভাবে পাতা ঝরতে শুরু করেছে। দীর্ঘদিন ধরে চলা এই সমস্যায় ক্ষতিগ্রস্ত চাষিরা রাবার বোর্ড কর্তৃপক্ষের কাছে সমাধানের আবেদন জানিয়েছেন।
রাবার বোর্ড জানিয়েছে, আক্রান্ত গাছে কপার অক্সি ক্লোরাইড স্প্রে করলেই রোগ নিয়ন্ত্রণে আসবে। কিন্তু বড় আকারের গাছে হাতে স্প্রে করা কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। কেরলে যেমন আধুনিক ড্রোন ব্যবহার করে সহজেই স্প্রে করা সম্ভব হচ্ছে, ত্রিপুরার চাষিদের সেই সুবিধা নেই। ফলে চাষিদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক দুশ্চিন্তা।
জানা গেছে, কেরলে বড় রাবার বাগানে ড্রোন ছাড়াও হেলিকপ্টার ব্যবহার করে স্প্রে করানো হয়েছে। তবে ত্রিপুরায় হেলিকপ্টার ভাড়া করে স্প্রে করাতে গেলে বিপুল খরচের বোঝা চাপবে, যা সাধারণ রাবার চাষিদের পক্ষে বহন করা সম্ভব নয়।
এদিকে সর্বভারত কৃষকসভার অধীন রাবার উৎপাদক সমিতির পক্ষ থেকে বিনামূল্যে ড্রোনের মাধ্যমে স্প্রে করানোর দাবি জানানো হয়েছে। সমিতির নেতা পবিত্র কর বলেন, “চাষিদের পক্ষে ড্রোন জোগাড় করা সম্ভব নয়। রাবার বোর্ডকেই দ্রুত পদক্ষেপ নিতে হবে।”
চাষিদের অভিযোগ, পর্যাপ্ত পরিমাণে ওষুধ থাকলেও ড্রোনের অভাবে তা প্রয়োগ করতে না পারায় ফসল রক্ষায় ব্যর্থ হচ্ছেন তারা। গোমতী ও সিপাহিজলার একাধিক চাষি ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছেন এবং রাবার বোর্ডের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।