আগরতলা, ২২ আগস্ট, ২০২৫ঃ
দক্ষিণ জেলা সফরের দ্বিতীয় দিনে আজ রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু বিলোনীয়ায় বিএসএফ ৪৩ ব্যাটেলিয়নের বর্ডার আউটপোস্ট পরিদর্শন করেন। এ সময় ব্যাটেলিয়নের কমান্ডেন্ট এস রবীন্দ্রন রাজ্যপালকে ইউনিটের ইতিহাস ও কার্যকলাপ সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করেন।
রাজ্যপাল সীমান্ত এলাকায় বিএসএফ-এর গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করে বলেন, মাদক পাচার, মানব পাচার ও অন্যান্য বেআইনি কার্যকলাপ প্রতিরোধে সর্বদা সতর্ক থাকা প্রয়োজন।
এরপর তিনি টিআরপিসি-র তুইকুম্ভ স্মল গ্রোয়ার রাবার প্রোডাকশন সেন্টার ঘুরে দেখেন। সেখানে টিআরপিসি-র ব্যবস্থাপনা পরিচালক ডা. এন এইচ রেড্ডি রাজ্যপালকে রাবার সংগ্রহ ও প্রক্রিয়াকরণের বিভিন্ন দিক তুলে ধরেন। রাজ্যপাল কর্তৃপক্ষকে দূষণ কমাতে স্মোক হাউসে বৈজ্ঞানিক প্রযুক্তি প্রয়োগের পরামর্শ দেন।
পরে তিনি রাজীবনগরে ধান ক্রয় কেন্দ্র ও একটি উপস্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করেন। পাশাপাশি পশ্চিম সাব্রুম গ্রাম পঞ্চায়েতে পৌঁছে স্থানীয় কৃষক, সাধারণ মানুষ ও লাখপতি দিদিদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।
এদিন রাজ্যপালের সফরে তাঁর সঙ্গে ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, জেলা শাসক মহম্মদ সাজ্জাদ পি, মহকুমা শাসকসহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।