আগরতলা, ২৬ আগস্ট, ২০২৫ঃ
ত্রিপুরার প্রধান রেফারেল হাসপাতাল জিবিপি’তে
প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা, প্রায়োরিটি গ্রুপ, অন্ত্যোদয় এবং বিপিএল ভুক্ত রোগীদের ক্ষেত্রে যে পরীক্ষা-নিরীক্ষা হাসপাতালে হয় না, তা আউটসোর্সিং-এর মাধ্যমে বিনামূল্যে করা হবে। হাসপাতালের রোগী কল্যাণ সমিতির গভর্নিং বডির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। জিবিপি’র রোগী কল্যাণ সমিতির চেয়ারপার্সন বিধায়িকা মীনা রাণী সরকারের সভাপতিত্বে আয়োজিত এই সভা আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ অ্যান্ড জিবিপি হাসপাতালের মানোন্নয়নে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সভায় সিদ্ধান্ত হয় যে, আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের সেন্ট্রাল ল্যাব আধুনিকীকরণ করে নতুন পরীক্ষার সুবিধা সংযোজন করা হবে।
জাতীয় স্বাস্থ্য মিশনের আন-টাইড ফান্ড ব্যবহার করে ট্রমা কেয়ার, ইমারজেন্সি মেডিসিন ও পেডিয়াট্রিক বিভাগে প্রয়োজনীয় ওষুধ জরুরি ভিত্তিতে ক্রয় করা হবে। রোগীদের অভিযোগ ও পরামর্শ গ্রহণের জন্য হাসপাতালের বিভিন্ন স্থানে বাক্স স্থাপন করা হবে।
রোগীদের সেবা সহজতর করতে “ম্যা আই হেল্প ইউ” ডেস্কে ১০ জন সিভিল সার্ভিস স্বেচ্ছাসেবক নিয়োগ করা হবে।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস-চেয়ারম্যান ডাঃ অশোক সিনহা, কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্য ও হীরালাল দেবনাথ, স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে, স্বাস্থ্য অধিকারের অধিকর্তা ডাঃ তপন মজুমদার, জিবিপি হাসপাতালের মেডিক্যাল সুপারিনটেনডেন্ট ডাঃ শঙ্কর চক্রবর্তী এবং এজিএমসি-র অধ্যক্ষ ডাঃ অনুপ কুমার সাহা।