আগরতলা, ২৮ আগস্ট, ২০২৫ঃ
জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে শুক্রবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে তিনদিনব্যাপী কর্মসূচি। যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে ২৯ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত চলবে এই আয়োজন। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী টিংকু রায়।
মন্ত্রী জানান, ২৯ আগস্ট আগরতলা টাউন হলে রাজ্যের প্রতিভাবান খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হবে। ঊনকোটি, নীরমহল এবং উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গণে সকাল ৭টায় যোগা প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
৩০ আগস্ট বিকেলে বাধারঘাটের দশরথ দেব স্টেট স্পোর্টস কমপ্লেক্সে অ্যাথলেটিক্স, সাঁতার, জুডো, ব্যাডমিন্টন, হকি, ফুটবল, ভলিবল, জিমন্যাস্টিক, টেনিস ও কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সাহা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। একই দিনে প্রতিটি জেলা ও মহকুমায় একাধিক ক্রীড়া প্রতিযোগিতারও আয়োজন করা হবে।
৩১ আগস্ট রাজ্যের সব মহকুমা, জেলা এবং রাজ্যস্তরে পালিত হবে “সানডে অন সাইকেল” কর্মসূচি। আগরতলায় রাজ্যস্তরের এই সাইকেল র্যালি উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে সার্কিট হাউস হয়ে আবার উজ্জয়ন্ত প্রাসাদেই শেষ হবে।
মন্ত্রী টিংকু রায় আরও জানান, রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনকে অন্তত এক ঘণ্টা খেলাধুলার মাধ্যমে দিবসটি উদযাপনের জন্য আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী ক্রীড়া উন্নয়ন প্রকল্প ও মুখ্যমন্ত্রী ক্রীড়া প্রতিভা অন্বেষণ প্রকল্পের আওতায় প্রতিভাবান খেলোয়াড়দের ব্যক্তিগত ও দলগতভাবে সংবর্ধনা দেওয়া হবে।
ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ড ও ত্রিপুরা ক্রীড়া পর্ষদের অধীনে নির্বাচিত মোট ৩৯ জন খেলোয়াড়কেও পুরস্কৃত করা হবে বলে জানান ক্রীড়ামন্ত্রী।