আগরতলা, ২৭ আগস্ট ২০২৫ঃ
ত্রিপুরায় চুরাইবাড়ি থেকে সাব্রুম পর্যন্ত মোট ২৭১ কিলোমিটার রেল লাইন বৈদ্যুতিকরণ সম্পূর্ণ হয়েছে। এর ফলে রাজ্যে বৈদ্যুতিক ট্রেন চালুর জন্য সবদিক থেকে প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে রেল দপ্তর জানিয়েছে।
কুমারঘাট, তেলিয়ামুড়া ও উদয়পুর স্টেশনে উচ্চপরিবাহী বিদ্যুৎ সংযোগ ব্যবস্থা ইতিমধ্যেই চালু হয়ে গেছে। এই কাজে ৫৮ কোটি ২৮ লক্ষ টাকা ব্যয় হয়েছে এবং বিদ্যুৎ সরবরাহের দায়িত্ব নিয়েছে ত্রিপুরা সরকার।
বর্তমানে রাজ্যে প্রতিদিন ১৯টি দূরপাল্লার ট্রেন এবং লোকাল ডেমু চলাচল করছে, যার মাধ্যমে প্রতিদিন প্রায় ১২ হাজার যাত্রী যাতায়াত করেন।
আগরতলা পর্যন্ত রেললাইন ডাবল লাইনের জন্য সমীক্ষা প্রায় শেষ পর্যায়ে এবং অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় আগরতলা, ধর্মনগর, কুমারঘাট ও উদয়পুর স্টেশনে উন্নয়নকাজ চলছে। রাজ্য সরকার জানিয়েছে, কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করে শিগগিরই বৈদ্যুতিক ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হবে।
রেল কর্তৃপক্ষের মতে, রেললাইন বৈদ্যুতিককরণের ফলে ডিজেলসহ জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমবে, পরিবেশ দূষণ হ্রাস পাবে, ট্রেন চলাচল আরও দ্রুত হবে এবং যাত্রী ও পণ্য পরিবহনে সেবা বাড়বে।
এনএফ রেলওয়ের বিদ্যুৎ বিভাগের আধিকারিক প্রকাশ চন্দ্রমিনা জানিয়েছেন, উচ্চপরিবাহী বিদ্যুৎ সরবরাহ শুরু হওয়ায় জনসাধারণকে রেললাইনের তার বা অন্যান্য সামগ্রী স্পর্শ না করার জন্য সতর্ক থাকতে হবে। তিনি আরও জানান, ইতিমধ্যেই আগরতলা থেকে অরুণাচল স্টেশন পর্যন্ত জনশতাব্দী এক্সপ্রেস এবং জিরানিয়া পর্যন্ত মালবাহী ট্রেন বৈদ্যুতিক লাইনে চালু হয়েছে।