আগরতলা, ২৯ আগস্ট, ২০২৫ঃ
ত্রিপুরায় প্রথম টুডা নির্মিত আবাসন প্রকল্প বিবেকানন্দ টাউনশিপ এর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। আজ কামান চৌমুহনীতে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রতীকীভাবে তিনজন গ্রাহকের হাতে ফ্ল্যাটের চাবি হস্তান্তর করেন।
প্রায় এক একর জায়গাজুড়ে নির্মিত এই টাউনশিপে রয়েছে ৩টি জি+৪ টাওয়ার ও ৩টি ব্লক। মোট ৪৮টি ফ্ল্যাট নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ২০ কোটি ২২ লক্ষ টাকা। প্রকল্পটিতে তিন ধরণের ফ্ল্যাট রাখা হয়েছে।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, সাধারণ মানুষের নাগরিক সুবিধা মাথায় রেখে সুলভ মূল্যে আধুনিক ও ভূমিকম্প নিরোধক প্রযুক্তিসম্পন্ন ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে। টুডার উদ্দেশ্য হলো পরিকল্পিত নগর উন্নয়নের মাধ্যমে সকল শ্রেণির মানুষের জন্য নিরাপদ ও মানসম্মত আবাসন নিশ্চিত করা।
মুখ্যমন্ত্রী জানান, ভগৎ সিং যুব আবাস সংলগ্ন এলাকায় আরও একটি বড় টাউনশিপ প্রকল্পে ৯৬ কোটি টাকা ব্যয়ে ২১৬টি ফ্ল্যাট তৈরির কাজ চলছে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের আর্থিক সহায়তায় ত্রিপুরা আরবান অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট প্রজেক্টের অধীনে রাজ্যের ১২টি পুরসভা এলাকায় জল সরবরাহ, সড়ক, পয়ঃপ্রণালী ও অন্যান্য অবকাঠামো উন্নয়নের কাজ চলছে। একই সঙ্গে ২০টি শহর এলাকায় জি.আই.এস. মাস্টার প্ল্যান তৈরির কাজও শুরু হয়েছে।
তিনি আরও জানান, মুখ্যমন্ত্রী স্যাটেলাইট টাউন ডেভেলপমেন্ট এবং মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্পে বছরে প্রায় ১,৫০০ কোটি টাকা ব্যয় করা হবে। জানুয়ারি থেকে আগস্ট ২০২৫-এর মধ্যে প্রায় ৮০০ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন সম্পন্ন হয়েছে।