আগরতলা, ২৯ আগস্ট, ২০২৫ঃ
রাজ্যের ঐতিহ্য ও ইতিহাসকে রক্ষা করেই আধুনিকীকরণের মাধ্যমে স্মার্ট সিটি গড়ে তুলতে হবে, এমন বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। শুক্রবার আগরতলা থানা রোড সংলগ্ন নবনির্মিত পাড়াসুন্দরী মন্দির গৃহের উদ্বোধন করে তিনি বলেন, ইতিহাস জানলে ঐতিহ্য রক্ষা করা সম্ভব, আর ইতিহাস কখনও মুছে যায় না।
মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, অতীতে নাস্তিকদের অবহেলায় সনাতনী ধর্মীয় ঐতিহ্য ক্ষতিগ্রস্ত হয়েছিল। বর্তমান সরকার বিভিন্ন ঐতিহ্যবাহী ও ধর্মীয় স্থান পুনরুদ্ধার এবং সংরক্ষণের কাজ হাতে নিয়েছে। তিনি উদাহরণ হিসেবে পাড়াসুন্দরী মন্দির ও আগরতলার জিরো পয়েন্টের নাম উল্লেখ করেন।
আগরতলা শহরের ইতিহাস টেনে এনে তিনি জানান, রাজ আমল থেকে পাড়াসুন্দরী মন্দিরের ঐতিহ্য জড়িত। ঈশানচন্দ্র মাণিক্যের আমল থেকেই এই মন্দিরের সূচনা, যদিও পরবর্তী সময়ে অবহেলায় এর অস্তিত্ব ক্ষয়িষ্ণু হয়ে পড়েছিল। বর্তমান সরকার সেই ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠায় কাজ করছে।
তিনি দাবি করেন, বর্তমানে দেশের অন্যান্য রাজ্যের মানুষও ত্রিপুরার উন্নয়ন দেখে প্রশংসা করছেন। একই সঙ্গে আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটিয়ে মানসিক উন্নতির ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে আজ ভারত বিশ্বের যে কোনও দেশকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম হয়েছে। আর্থিকভাবে দেশ সমৃদ্ধ হচ্ছে এবং কেন্দ্রীয় সরকারের উন্নয়নমূলক পদক্ষেপে উত্তর-পূর্ব ভারতের মধ্যে জিডিপি বৃদ্ধির হারে আসামের পরেই দ্বিতীয় স্থানে রয়েছে ত্রিপুরা।