আগরতলা, ২৮ আগস্ট, ২০২৫ঃ
ত্রিপুরায় শারদোৎসব উপলক্ষে যাত্রীদের ভিড় নিয়ন্ত্রণে বিশেষ পদক্ষেপ নিল উত্তর পূর্ব সীমান্ত রেল। উৎসবের সময় আগরতলা থেকে ধর্মনগর রুটে চালানো হবে পাঁচ জোড়া অতিরিক্ত ট্রেন। ১৮ সেপ্টেম্বর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত মোট ৩৩টি বিশেষ ট্রিপ চলবে এই রুটে।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ০৭৬৪০ নম্বর উৎসব স্পেশাল ট্রেনটি প্রতিদিন ভোর ৫টা ১৫ মিনিটে আগরতলা থেকে ছেড়ে সকাল ৮টা ৪৫ মিনিটে ধর্মনগরে পৌঁছবে। ফেরার পথে ধর্মনগর থেকে সকাল ৯টা ৩০ মিনিটে যাত্রা শুরু করে দুপুর ১টা ২০ মিনিটে আগরতলায় ফিরবে।
উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানিয়েছেন, আগরতলা-ধর্মনগরের পাশাপাশি এস এম ভি টি ব্যাঙ্গালোর-নারেঙ্গী, কাটিহার-সোনাপুর, কাটিহার-দৌরাম মাধেপুর এবং কাটিহার-মনিহারী রুটেও উৎসব স্পেশাল ট্রেন চালানো হবে।
প্রতিবছর দুর্গাপুজো উপলক্ষে আগরতলা থেকে ধর্মনগর এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্টেশনে ব্যাপক যাত্রীচাপ লক্ষ্য করা যায়। রেল কর্তৃপক্ষের দাবি, এই বিশেষ ট্রেনগুলি চালু হলে ভ্রমণকারীরা অনেকটাই স্বস্তি পাবেন। বিশেষত দুর্গাপূজার সময় বাজার-ঘাট, আত্মীয়স্বজনের বাড়ি এবং দর্শনীয় স্থানে যাতায়াত সহজ হবে।
রেল দফতরের এক সূত্রে জানা গেছে, উৎসবের সময় শুধু ত্রিপুরায় নয়, আসাম, বিহার এবং বাংলার বিভিন্ন রুটেও অতিরিক্ত ট্রেন চালানো হবে, যাতে দূরপাল্লার যাত্রীদেরও সুবিধা হয়। এর ফলে উত্তর-পূর্বাঞ্চলের মানুষের যাতায়াত আরও মসৃণ হবে বলে আশা করা হচ্ছে।