আগরতলা, ৩০ আগস্ট, ২০২৫ঃ
ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের ডাক দেওয়া মহাকরণ অভিযান মাঝপথে আটকে দিল পুলিশ। ভোট চোর, গদি ছোর, এই স্লোগানকে সামনে রেখে জাতীয় আন্দোলন কর্মসূচি অংক হিসেবে শনিবার আগরতলায় মহাকরণ অভিযানের ডাক দিয়েছিল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এই কর্মসূচির অঙ্গ হিসাবে এই দিন আগরতলা সার্কিট হাউস এলাকায় একটি সমাবেশ করতে চেয়েছিল কংগ্রেস। কিন্তু সকাল থেকে এলাকায় পুলিশ মোতায়ন করে কংগ্রেসকে সভা আয়োজন করতে দেওয়া হয়নি। প্রাথমিকভাবে পুলিশের তরফে জানানো হয় এলাকায় বিজেপি আগরতলা মন্ডলের অধীন সংযুক্ত মোর্চার উদ্যোগে গণেশ পূজার আয়োজন করা হয়েছে। তাই এই এলাকায় রাজনৈতিক সমাবেশ করতে আপত্তি তুলেছে পুলিশ। এদিকে কংগ্রেসের অভিযোগ পুলিশের আপত্তিতে, তিনবার সমাবেশে স্থান বদল করতে হয়েছে। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী এই দিন আগরতলা প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে জমায়েত করে কংগ্রেসের কর্মী সমর্থকরা ভিআইপি রোড ধরে সার্কিট হাউজের দিকে অভিযান শুরু করে। কিন্তু পুলিশ এলাকা প্রায় এক কিলোমিটার আগে বুদ্ধ মন্দির এলাকা ব্যারিকেড করে দেয়। প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা দাবী করেন, অন্তত দুই সপ্তাহ আগে সার্কিটাস এলাকায় সমাবেশের অনুমতি চেয়ে পুলিশের কাছে আবেদন করা হয়েছিল। অন্যদিকে শনিবার পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ সুপার নবীন পাঠক জানান, কংগ্রেসকে সমাবেশের কোন অনুমতি দেওয়া হয়নি। কংগ্রেসের এই রাজনৈতিক কর্মসূচি নিয়ে আগরতলা বিধানসভা কেন্দ্রের বিজেপি নেত্রী পাপিয়া দত্ত প্রতিক্রিয়া জানাতে গিয়ে কংগ্রেসের বিরুদ্ধে ও প্রকাশ করেছেন। তার বক্তব্য, এলাকায় একটি পূজা আয়োজন করা হয়েছে জেনেও কংগ্রেসের এই উদ্যোগ খুবই নিন্দনীয়।