আগরতলা, ৩১ আগস্ট, ২০২৫ঃ
গ্রেটার তিপ্রাল্যান্ড গঠনের দাবিতে ৯ সেপ্টেম্বর দিল্লির যন্তর মন্তরে বৃহত্তর আন্দোলনে নামছে তিপ্রামথা। এদিন অনুষ্ঠিত হতে যাওয়া বিক্ষোভ কর্মসূচিতে থাকবেন তিপ্রামথা দলের প্রতিষ্ঠাতা প্রধান প্রদ্যোত কিশোর দেববর্মা।
তিপ্রামথার অন্যতম নেতা ডেভিড মুড়াসিং গত ৫ জুলাই আগরতলা থেকে পদযাত্রা শুরু করে দিল্লিতে পৌঁছেছেন। অনুপ্রবেশবিরোধী স্লোগানকে সামনে রেখেই তার এই দীর্ঘ পদযাত্রা। তিনি ইতিমধ্যেই বিজেপি, আইপিএফটি এবং সিপিএমের জনজাতি নেতাদের আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। এ জন্য তিনি বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরি, বিজেপি বিধায়ক রামপদ জমাতিয়া, জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা এবং আইপিএফটি নেতা শুক্লাচরণ নোয়াতিয়াকে চিঠি পাঠিয়েছেন।
ডেভিড মুড়াসিং জানিয়েছেন, গ্রেটার তিপ্রাল্যান্ডের সাংবিধানিক কাঠামো গঠন এবং রাজ্য থেকে অনুপ্রবেশকারীদের বিতাড়নের দাবিতেই এই আন্দোলন সংগঠিত হবে। তিনি সকল জনজাতি নেতা, বুদ্ধিজীবী ও সাধারণ মানুষকে এই কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।
অন্যদিকে, প্রদ্যোত কিশোর দেববর্মা সামাজিক মাধ্যমে জানিয়েছেন যে, তিনি নিজেও ৯ সেপ্টেম্বর যন্তর মন্তরের আন্দোলনে অংশ নেবেন। তিনি বলেন, “তিপ্রাসাদের সাংবিধানিক অধিকার ও অস্তিত্ব রক্ষার জন্য এই সংগ্রাম চালিয়ে যেতে হবে।”