আগরতলা, ৩১ আগস্ট, ২০২৫ঃ
বিহারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাকে গালমন্দের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। একই সঙ্গে তিনি রাজ্যের ২০ বছরের প্রাক্তন মুখ্যমন্ত্রীর ‘মন কি বাত’ অনুষ্ঠানকে নিয়ে করা তাচ্ছিল্যমূলক মন্তব্যেরও কড়া সমালোচনা করেন।
রবিবার খোয়াই মহাকুমার আশারামবাড়ি মন্ডলের অন্তর্গত পূর্ব তকচায়ায় বিজেপির নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ১২৫তম ‘মন কি বাত’ অনুষ্ঠান শোনেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি বলেন, “প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ গোটা দেশের জনকল্যাণের দিশারী। কিন্তু কিছু রাজনৈতিক নেতৃত্ব এ নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে চলেছেন। ভবিষ্যতে এমন বক্তাদের খুঁজেও পাওয়া যাবে না।”
মুখ্যমন্ত্রী আরও জানান, বিহারে কংগ্রেস নেতৃত্ব যে ভাবে প্রধানমন্ত্রী মোদির মাকে অশ্রাব্য ভাষায় আক্রমণ করেছে তা অত্যন্ত নিন্দনীয়। তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানান।
এদিনের ভাষণে মুখ্যমন্ত্রী আশারামবাড়ির ৩০ নম্বর বুথের ঘটনাও উল্লেখ করেন। গতবার ওই বুথে বিজেপি কর্মীদের ওপর হামলার প্রসঙ্গ টেনে তিনি জানান, এবার রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে আগামী ‘মন কি বাত’ অনুষ্ঠান তিনি স্বয়ং আশারামবাড়ির ৩০ নম্বর বুথে বসে দলীয় কর্মীদের সঙ্গে শুনবেন।
সর্বোপরি, মুখ্যমন্ত্রী মানিক সাহা এদিন শুধু প্রধানমন্ত্রী মোদির ‘মন কি বাত’-কে দেশের কল্যাণের বার্তা হিসেবে তুলে ধরেননি, বরং বিরোধী কংগ্রেস নেতৃত্ব ও রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর সমালোচনাতেও তীর ছুড়েছেন। আগামী দিনে আশারামবাড়ির ৩০ নম্বর বুথ থেকেই তিনি তার রাজনৈতিক বার্তা আরও জোরদার করবেন বলে স্পষ্ট জানিয়ে দিলেন।