আগরতলা, ৩১ আগস্ট, ২০২৫ঃ
শ্যামসুন্দর কোং জুয়েলার্সের উদ্যোগে গোমতী জেলার ওয়ারেংবাড়িতে রবিবার অনুষ্ঠিত হলো ‘স্বর্ণগ্রাম শিক্ষালয় প্রাক শারদ বাৎসরিক আনন্দোৎসব’। শ্যামসুন্দর কোং জুয়েলার্সের বিশেষ প্রকল্প স্বর্ণগ্রাম—যা ওয়ারেংবাড়িকে আদর্শ গ্রাম হিসেবে গড়ে তুলতে কাজ করছে—তারই অংশ এই আবাসিক স্কুল স্বর্ণগ্রাম শিক্ষালয়।
অনুষ্ঠানের শুরুতে গৌর চন্দ্র সাহার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানানো হয়। এরপর রিয়াং জনগোষ্ঠীর শিশুদের গান দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। গ্রামীণ শিশুদের নানা সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করে। সমাপনীতে ঐতিহ্যবাহী হোজাগিরি নৃত্য সকলকে মুগ্ধ করে তোলে।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামসুন্দর কোং জুয়েলার্স-এর ডিরেক্টর ঋষিরূপ সাহা ও রূপক সাহা, সাথে যোগগুরু নিরঞ্জন ভট্টাচার্য। তাঁরা সবাই শিক্ষালয়ের উন্নয়ন, আদিবাসী জনগোষ্ঠীর অগ্রগতি এবং গ্রামের শিশুদের শিক্ষার প্রসারে সহযোগিতার আশ্বাস দেন।
শিশুদের হাতে নতুন ইউনিফর্ম ও পুজোর পোশাক তুলে দেওয়া হয়, যা পেয়ে তাদের আনন্দ চোখে পড়ার মতো ছিল। রূপক সাহা জানান, “প্রাক শারদ উৎসব স্বর্ণগ্রাম শিক্ষালয়ের ছাত্রছাত্রীদের আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির সাথে পরিচিত করানোর এক প্রয়াস। স্থানীয় মানুষজনের সহযোগিতা ও উৎসাহ এই প্রকল্পকে আরও সমৃদ্ধ করেছে।”