আগরতলা, ১ সেপ্টেম্বর, ২০২৫ঃ
আগরতলা সংলগ্ন জিরানিয়া মহকুমায় ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দিয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই তৎপরতা শুরু করেছে জাতীয় স্বাস্থ্য মিশন।
ডেঙ্গু পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখতে স্টেট প্রোগ্রাম অফিসার ডা. অভিজিত দাস, স্টেট কনসালট্যান্ট এবং ডিস্ট্রিক্ট ভেক্টরবর্ন কনসালট্যান্ট আক্রান্ত এলাকাগুলি পরিদর্শন করেন। তাঁরা শচীন্দ্রনগর উপ-স্বাস্থ্যকেন্দ্র, বিক্রমনগর উপ-স্বাস্থ্যকেন্দ্র ও জিরানিয়া রেলস্টেশন এলাকায় যান এবং জিরানিয়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্যকর্মীদের সঙ্গে বৈঠক করেন। এসময় ডেঙ্গু নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।
জিরানিয়া মহকুমার শাসকের নেতৃত্বে সংশ্লিষ্ট দপ্তরগুলির মধ্যে সমন্বয়ের জন্য জরুরি সভা করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি র্যাপিড রেসপন্স টিম আক্রান্ত এলাকায় পৌঁছে মশার উৎস ধ্বংসের ওপর জোর দেয়। ইতিমধ্যেই ৪৮২ জনের রক্ত পরীক্ষা করা হয়েছে, যার মধ্যে ২৬ জনের ডেঙ্গু সনাক্ত হয়েছে।
বর্তমানে জিরানিয়া এলাকায় নগর ও গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় লার্ভিসাইডাল স্প্রে, ফগিং, বাড়ি বাড়ি পরিদর্শন এবং সচেতনতা শিবির নিয়মিতভাবে চলছে। আশা কর্মী, এমপিডব্লিউ ও কমিউনিটি হেলথ অফিসাররা প্রতিদিন বাড়ি বাড়ি গিয়ে সচেতনতা বৃদ্ধি ও মশার উৎস ধ্বংসের কাজ করছেন।
জাতীয় স্বাস্থ্য মিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ডেঙ্গু একটি প্রতিরোধযোগ্য রোগ। তাই অযথা আতঙ্কিত না হয়ে জীবনযাত্রায় প্রয়োজনীয় পরিবর্তন আনলেই ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব।