আগরতলা, ১ সেপ্টেম্বর, ২০২৫ঃ
উত্তর ত্রিপুরা জেলা এডিসি এলাকার আদিবাসী পরিবারগুলিকে উচ্ছেদের মাধ্যমে বাইরের লোকেদের সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ তুললেন তিপ্রামথা প্রধান প্রদ্যোত কিশোর দেববর্মা। তিনি বিষয়টিকে “আদিবাসীদের অস্তিত্ব ও অধিকারের ওপর সরাসরি আঘাত” বলে আখ্যা দিয়েছেন।
একটি ভিডিও বার্তায় প্রদ্যোত জানান, দামছড়া ও পানিসাগর এলাকা থেকে বহু পরিবার অভিযোগ করেছেন যে জেলা প্রশাসন ও ইন্দ্রধনুষ গ্যাস গ্রিড লিমিটেড এর পক্ষ থেকে তাঁদের উচ্ছেদের হুমকি দেওয়া হচ্ছে। তাঁর বক্তব্য, “এই মানুষগুলো বহু প্রজন্ম ধরে এখানে বসবাস করছে। কিন্তু তাঁদের কাছে সরকারি দলিল বা পট্টা নেই বলে জোর করে উচ্ছেদ করা হচ্ছে। এডিসি এলাকা থেকে কেন উপজাতিদের উচ্ছেদ করে বাইরের লোকেদের জায়গা দেওয়া হবে?”
তিনি আরও দাবি করেন, পানিসাগরের রাংলং অ্যাসোসিয়েশনের পাঠানো এক চিঠিতে উল্লেখ রয়েছে যে সরকারি জমিতে বেসরকারি টাউনশিপ তৈরির পরিকল্পনা চলছে, যার ফলে স্থানীয় মানুষজন বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কায় রয়েছেন। প্রদ্যোতের অভিযোগ, ষষ্ঠ তফসিলের অধিকারকে উপেক্ষা করে রাজ্য সরকার আদিবাসীদের মতামত ছাড়াই প্রাকৃতিক সম্পদ শোষণ করছে।
তিপ্রামথা প্রধান নির্বাচিত বিধায়ক ও এমডিসিদের সতর্ক করে বলেন, তাঁরা যদি এখনই কার্যকর পদক্ষেপ না নেন তবে আগামী দিনে আরও গ্রামবাসী একই পরিস্থিতির মুখোমুখি হবেন। তাঁর বক্তব্যে সতর্কবার্তা—“আজ যদি পানিসাগরে হয়, কাল সেটা আপনার গ্রামেও হতে পারে। শুধু আসন দখল করাই কাজ নয়, মানুষের অধিকার রক্ষাই আপনাদের প্রকৃত দায়িত্ব।”