আগরতলা, ১ সেপ্টেম্বর, ২০২৫ঃ
বিহারে কংগ্রেস নেতাদের সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তাঁর প্রয়াত মাতাকে নিয়ে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে সোমবার আগরতলায় বিক্ষোভ মিছিল সংগঠিত করল প্রদেশ বিজেপি। তুলসিবতি স্কুল থেকে শুরু হয়ে সিটি সেন্টার হয়ে মিছিল পৌঁছায় কংগ্রেস ভবনের সামনে। এদিন মিছিলে অংশ নেন মন্ত্রী সান্তনা চাকমা, বিধায়ক অন্তরা দেবসরকার, মীনা রাণী সরকার, বিজেপি নেত্রী পাপিয়া দত্ত এবং আগরতলা পুর নিগমের কাউন্সিলর রত্না দত্ত। তাঁদের সঙ্গে ছিলেন বিপুল সংখ্যক মহিলা কর্মী-সমর্থক।
কংগ্রেস ভবনের সামনে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল। ফলে পুরুষ কর্মীরা কোনো বিশৃঙ্খলা ঘটাতে পারেননি। নির্ধারিত স্থানে পৌঁছে নেতৃবৃন্দ সমাবেশে বক্তৃতা দেন। তাঁরা অভিযোগ করেন, প্রধানমন্ত্রীকে নিয়ে ব্যক্তিগত আক্রমণ করা কংগ্রেসের পুরোনো অভ্যাস। ২০০৭ সালের গুজরাট বিধানসভা নির্বাচনে সোনিয়া গান্ধীর “মৌত কে সৌদাগর” মন্তব্য থেকে শুরু করে ২০১২-র নির্বাচনে নতুন কটাক্ষ—এসব আজও চলছেই। এমনকি প্রধানমন্ত্রীর মাকে নিয়েও কংগ্রেস নেতারা একাধিকবার কুরুচিকর মন্তব্য করেছেন।
বক্তারা এদিন বিহারের ঘটনায় জড়িত কংগ্রেস নেতাদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান। তাঁরা বলেন, “এভাবে ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রীকে অপমান করা ও তাঁর প্রয়াত মাতাকে নিয়ে কুরুচিকর মন্তব্য করা সংস্কৃতিবিরোধী ও নিন্দনীয়।”