আগরতলা, ২ সেপ্টেম্বর, ২০২৫ঃ
আগরতলার কংগ্রেস ভবনের সামনে পুলিশ প্রশাসনের অনুমতি ছাড়াই বিজেপি বিক্ষোভ মিছিল ও জমায়েত করায় ক্ষোভ প্রকাশ করল প্রদেশ কংগ্রেস। সোমবার পোস্ট অফিস চৌমুহনী এলাকায় রাস্তা আটকে বিজেপি বিক্ষোভ কর্মসূচি নেয়। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক শিষ্টাচারের প্রশ্ন তোলে কংগ্রেস এবং পাশাপাশি পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে।
প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে অভিযোগ করে বলেন, “কংগ্রেস ভবনের সামনে পোস্ট অফিস চৌমুহনী এলাকায় কোন রাজনৈতিক কর্মসূচির অনুমতি দেওয়া হয় না। তারপরও অনুমতি ছাড়া বিজেপি বিক্ষোভ জমায়েত করে এবং নানা উস্কানিমূলক বক্তব্য রাখে।” তিনি আশঙ্কা প্রকাশ করেন যে এই বিক্ষোভকে কেন্দ্র করে কংগ্রেস ভবনে হামলারও সম্ভাবনা ছিল।
কংগ্রেসের দাবি, বিজেপির উদ্দেশ্য ছিল অশান্তি সৃষ্টি করা। তাদের বক্তব্যে পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে, যা গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থী। সাহা অভিযোগ করেন, প্রায় দুই সপ্তাহ আগে জানিয়েও কংগ্রেস ৩০ আগস্ট মহাকরণ অভিযানের অনুমতি পায়নি। অথচ শহরের প্রাণকেন্দ্রে অনুমতি ছাড়া বিজেপি জমায়েত করে বিক্ষোভ দেখালেও পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি।
এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীসহ বিজেপি নেতাদের সংযমী হওয়ার আহ্বান জানিয়ে কংগ্রেস হুঁশিয়ারি দেয়— যদি প্রশাসন নিরপেক্ষ না হয়, তবে বিরোধী দল হিসেবে গণতান্ত্রিক পথে কংগ্রেস বাধ্য হয়ে আন্দোলনে নামবে।