আগরতলা, ২ সেপ্টেম্বর ২০২৫ঃ
ত্রিপুরা বিধায়ক আবাসন কেন্দ্রে সোমবার রাতে আক্রান্ত হলেন তিপ্রামথা দলের বিধায়ক ফিলিপ কুমার রিয়াং। ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে উঠে এসেছে প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা বর্তমান তেলেঙ্গানার রাজ্যপাল জিষ্ণু দেববর্মার ছেলে পথিক দেববর্মার নাম। ঘটনায় নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বিধায়ক ফিলিপ রিয়াং।
অভিযোগপত্রে ফিলিপ রিয়াং উল্লেখ করেছেন, অভিযুক্তরা বিধায়ক প্রমোদ রিয়াংয়ের কক্ষ থেকে বেরিয়ে এসে তার সঙ্গে দুর্ব্যবহার করে ও প্রাণনাশের হুমকি দেয়। নিজের নিরাপত্তার জন্য তিনি পরে এমএলএ বিশ্বজিৎ কালাইয়ের বাসায় আশ্রয় নেন।
অভিযুক্তদের মধ্যে পথিক দেববর্মা ছাড়াও রয়েছে অজয় নামের এক যুবক, যার পূর্ণ পরিচয় এখনও জানা যায়নি। এছাড়াও আরও দুই অজ্ঞাত ব্যক্তির নাম রয়েছে অভিযোগে।
ভিআইপি নিরাপত্তাবেষ্টিত আবাসনে এভাবে হামলার ঘটনায় অন্যান্য বিধায়কদের মধ্যেও উদ্বেগ ছড়িয়েছে। মঙ্গলবার সকালে তিপ্রামথা দলের বিধায়করা মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে দ্রুত তদন্ত ও অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানান।
পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে মঙ্গলবার সকালে বিধায়ক আবাসন কেন্দ্র পরিদর্শন করেন রাজ্য পুলিশের মহা নির্দেশক অনুরাগ ধনকর। মুখ্যমন্ত্রীও আশ্বাস দিয়েছেন, ঘটনার সুষ্ঠু তদন্ত হবে এবং দোষীদের আইনের আওতায় আনা হবে।